Weather Update: বিকেলের পর বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি
West Bengal Weather Update: কেরলে (Kerala) বর্ষা ঢোকার পর উত্তর-পূর্ব ভারতে (North East India) বৃষ্টির অপেক্ষায় দিন গোনা শুরু। মৌসম ভবন জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে বর্ষা ঢুকবে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: আর্দ্রতাজনিত কারণে আজও কলকাতা-সহ (Kolkata) গোটা দক্ষিণবঙ্গে (South Bengal) অস্বস্তি বজায় থাকবে। বিকেল-সন্ধেয় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। কেরলে (Kerala) বর্ষা ঢোকার পর উত্তর-পূর্ব ভারতে (North East India) বৃষ্টির অপেক্ষায় দিন গোনা শুরু। মৌসম ভবন জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে বর্ষা ঢুকবে। এখন বঙ্গে বর্ষা কবে পা রাখে তারই অপেক্ষা।
আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন থাকবে?
তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা | আবহাওয়া | |
31 May | ২৮.0 | ৩৭.০ | মেঘলা আকাশ | |
1 June | ২৯.0 | ৩৭.০ | মেঘলা আকাশ , বৃষ্টি হতে পারে | |
2 June | ২৯.0 | ৩৫.০ | মেঘলা আকাশ | |
3 June | ২৯.0 | ৩৬.০ | মেঘলা আকাশ , বৃষ্টি হতে পারে | |
4 June | ২৯.0 | ৩৫.০ | মেঘলা আকাশ , বৃষ্টি হতে পারে | |
5 June | ২৮.0 | ৩৫.০ | মেঘলা আকাশ , বৃষ্টি হতে পারে | |
6 June |
২৯.0 | ৩৬.০ | মেঘলা আকাশ |
অন্যদিকে, দিল্লিতে প্রবল ঝড় ও বৃষ্টির জেরে ভাঙল জামা মসজিদের গম্বুজ। মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্যে জামা মসজিদ এলাকাতেই একটি বাড়ির বারান্দা ভেঙে ৫০ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সন্ধেয় ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায় রাজধানীর ওপর দিয়ে। গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহু গাছ উপড়ে পড়ে। একাধিক জায়গায় দেওয়াল ভেঙে যায়। ঝড়ে উড়ে যায় টিনের ছাউনি।
আরও পড়ুন: North 24 Parganas Weather Update: আজ কেমন উত্তর ২৪ পরগণার আবহাওয়া?