Weather Update : কাটতে চলেছে বৃষ্টি পাতের খরা ? রথযাত্রায় কোন কোন জেলায় তুমুল বৃষ্টির সঙ্কেত?
Rath Yatra Weather : আগামীকাল রবিবার রথযাত্রা। এদিন এ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

কলকাতা : এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টি সন্তোষজনক নয়। জুনে বৃষ্টির ঘাটতি মেটার দিশা এখনও মিলছে না। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের প্রথমার্ধে একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে ঠিকই, কিন্তু তার পরিমাণ খুবই কম। তবে সপ্তাহশেষে বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টিপাত প্রত্যাশিত। হাওয়া অফিস জানাচ্ছে , ৫ থেকে ৭ জুলাই পর্যন্ত নির্দিষ্ট দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিও হতে পারে। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী সপ্তাহে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারত জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামীকাল রবিবার রথযাত্রা। এদিন এ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বৃষ্টি হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি , দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। রথযাত্রার দিন কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকা ভারী বৃষ্টিও হতে পারে।
আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবেই বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। তাপমাত্রা ।
শনিবার মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতায় । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায়। রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী কয়েক দিনে।
উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে, উত্তরবঙ্গে শনিবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। শনিবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং ,কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। উত্তর দিনাজপুরেও আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে ও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে শনি ও রবিবার। রবিবার রথের দিন বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের ছয় জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার, জলপাইগুড়ি জেলার সঙ্গে উত্তর দিনাজপুরে ও ভারী বৃষ্টি হবে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আরও পড়ুন :
"নমস্কার, কেমন আছেন সবাই...'' কীভাবে জনপ্রিয় 'প্রবাসে ঘরকন্না' শেয়ার করলেন মহুয়া
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
