(Source: ECI/ABP News/ABP Majha)
North Bengal Weather: শিলাবৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে, আজ কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?
North Bengal Weather Update: আজ কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?
দার্জিলিং: কখনও তুষারপাত, কখনও আবার শিলাবৃষ্টি পাহাড়ে। কেমন থাকবে আগামীকাল উত্তরবঙ্গের আবহাওয়া ? জানাল হাওয়া অফিস (Weather Office)। উত্তরবঙ্গে দুই দিনাজপুরে শৈত্য প্রবাহের মত পরিস্থিতি। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।
উত্তরবঙ্গে ২১ থেকে ২২ তারিখের মধ্যে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। বজ্রবিদ্যুৎ-র সম্ভাবনা থাকছে দুই এক জায়গায়। ২২ তারিখ উত্তরবঙ্গে ক্ষেত্রে মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং, কালিম্পঙে শিলাবৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে ।উত্তরবঙ্গে ২৩ তারিখে দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২৪ তারিখে ফের বাড়তে পারে।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদা
দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজজেলা আবহাওয়ার
হাইলাইটদার্জিলিং বর্ষণ: 0%আর্দ্রতা: ৪৯%বাতাস: ৫ কিমি/ঘণ্টাজলপাইগুড়ি বর্ষণ: 0%আর্দ্রতা: ৭৫%বাতাস: ৩ কিমি/ঘণ্টাকালিম্পং বর্ষণ: 0%আর্দ্রতা: ৭৫ %বাতাস: ৫ কিমি/ঘণ্টাআলিপুরদুয়ার বর্ষণ: 0%আর্দ্রতা: ৪১ %বাতাস: ৮ কিমি/ঘণ্টাকোচবিহার
বর্ষণ: 0%আর্দ্রতা: ৬৬%বাতাস: ১০ কিমি/ঘণ্টাউত্তর দিনাজপুর বর্ষণ: 0%আর্দ্রতা: ৫৫ %বাতাস: ৩ কিমি/ঘণ্টাদক্ষিণ দিনাজপুর বর্ষণ: 0%আর্দ্রতা: ৫৫%বাতাস: ৩ কিমি/ঘণ্টামালদা বর্ষণ: 0%আর্দ্রতা: ৫৩ %বাতাস: ১১ কিমি/ঘণ্টাআবহাওয়ার আপডেট: আবহাওয়া দফতরের তরফে সৌরিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন , ২১ থেকে ২২ তারিখের মধ্যে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই। প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-র সম্ভাবনা থাকছে দুই এক জায়গায়। এখানেই শেষ নয়, সঙ্গে ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে কোনও কোনও জায়গায়। দুই এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে।
এদিকে ইতিমধ্যেই দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। বর্তমানে স্বাভাবিক তাপমাত্রার থেকে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি বেশি রয়েছে। যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি চলছে। কলকাতার ক্ষেত্রে হয়তো ২৩ ডিগ্রির কাছাকাছি থাকবে। এটা স্বাভাবিকের থেকে প্রায় ৩-৪ ডিগ্রি বেশি। তাপমাত্রা বেশি রয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয়বাস্পের প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে। এবং উত্তর পশ্চিমের শুষ্ক হাওয়ার জেরেও কিছু প্রভাব রয়েছে।
আরও পড়ুন, আধার কার্ড বাতিল, পরীক্ষায় বসতে বাধা, ছাত্রীর পাশে মুখ্যমন্ত্রী
২২ তারিখে শিলাবৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। তবে ২৩ ফেব্রুয়ারি বৃষ্টি কমে আসবে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতেই মূলত বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে যাবে। প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের দুই এক জায়গায়। তবে তাপমাত্রা কিছুটা বেশিই থাকবে।