Weather Update: বাংলায় ফের নিম্নচাপের ভ্রুকুটি, এই জেলাগুলিতে জারি সতর্কতা
Weather Forecast: পশ্চিম-মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা। যা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে ২৭ মে। যার জেরে তার পরবর্তী দুদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার সহাবস্থান। রাজ্যের সব জেলাতেই ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগরে আগামী ২৭ মে নিম্নচাপে পরিণত হবে। যার ফলে আগামী বুধবার হালকা থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলায়।
পশ্চিম-মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা। যা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে ২৭ মে। যার জেরে তার পরবর্তী দুদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে ঝড় বৃষ্টিতে রাতের তাপমাত্রা কিছুটা কমেছে। সকালে কিছুটা মনোরম পরিবেশ পরে গরম ও অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা বড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
২২.০৫.২৫: মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় দুর্যোগের কমলা সতর্কতা জারি করা হয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাইতে পারে হাওয়া।
২৩.০৫.২৫: পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
২৪.০৫.২৫ - ২৬.০৫.২৫: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
২৮.০৫.২৫: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
২২.০৫.২৫: ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। হালকা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, মালদা জেলায়। এই কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার জেলায়।
২৩.০৫.২৫: ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
২৫.০৫.২৫ ও ২৬.০৫.২৫ : উত্তরবঙ্গের একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে।






















