West Bengal Weather : আজও হতে পারে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এই জেলাগুলিতে
দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : শুক্রবার সকাল থেকেই মাঝে মধ্যে বৃষ্টি। সূর্যের তেজ নেই । অথচ রয়েছে ভ্যাপসা গরম। চৈত্রের মাঝামাঝি বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে রাজ্য। এভাবেই আরও কয়েকদিন চলবে বৃষ্টি। জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
কালবৈশাখীর মতো পরিস্থিতি
দক্ষিণবঙ্গে শুক্রবার কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে । দমকা ঝড়ের গতিবেগ বাড়বে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর । বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র ও শনিবার ঝড়-বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বেশি। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ।
শিলাবৃষ্টির সম্ভানা
শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান ,বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। কোথাও কোথাও কালবৈশাখীর মত পরিস্থিতি তৈরি হবে। শুক্রবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দু একটি জেলাতে। শনিবারেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শিলাবৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। আজ শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি
কলকাতায় শুক্রবার মেঘলা আকাশই থাকবে দিনভর। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনাশহরে। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী কয়েকদিন চলবে বৃষ্টি। এক ঝলকে দেখে নিই, আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া।
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
31-Mar | 26.0 | 35.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
01-Apr | 23.0 | 34.0 | Rain or Thundershowers with strong gusty winds | |
02-Apr | 23.0 | 32.0 | Partly cloudy sky with one or two spells of rain or thundershowers | |
03-Apr | 25.0 | 34.0 | Partly cloudy sky | |
04-Apr | 26.0 | 35.0 | Mainly Clear sky | |
05-Apr | 26.0 | 36.0 | Mainly Clear sky | |
06-Apr | 26.0 | 36.0 | Mainly Clear sky |