Weather: বাংলায় তীব্র গরমের অশনি সঙ্কেত, জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা
West Bengal Weather Update: তবে দক্ষিণবঙ্গে গরমের কারণে স্বস্তি উধাও হলেও উত্তরবঙ্গের ছবিটা ভিন্ন। উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা: চৈত্রেই তীব্র গরমের অশনি সঙ্কেত। দক্ষিণবঙ্গের (South Bengal) ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল তাপপ্রবাহের সম্ভাবনা বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), পশ্চিম মেদিনীপুর (West Midnapore), ঝাড়গ্রাম (Jhargram) ও পশ্চিম বর্ধমানে (West Burdwan)।
তবে দক্ষিণবঙ্গে গরমের কারণে স্বস্তি উধাও হলেও উত্তরবঙ্গের ছবিটা ভিন্ন। উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদেও।
আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলাই থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
আরও পড়ুন, মোমো বানালেন মমতা, দার্জিলিংয়ে নিজের হাতেই বানালেন এই জনপ্রিয় ডিশ
হাওয়া অফিস সূত্রের খবর, অক্ষরেখার অবস্থান পরিবর্তনের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকেছে উত্তরবঙ্গে। ফলে আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী ২ দিন বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। শনিবারের মধ্যে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের এই জেলাদুটি। শুকনোই থাকবে বাকি সবকটি জেলা। তবে আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হচ্ছে না। আগামী ৫ দিন মোটামুটি একই থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা।
বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায়। তবে বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়া জলীয় বাষ্পের কারণে বাড়বে প্যাচপ্যাচে গরম এবং অস্বস্তি। একই সঙ্গে আকাশ মেঘমুক্ত থাকায় অনুভূত হব তাপমাত্রাও। আগামীকাল অংশত মেঘলা থাকবে কিছু কিছু এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। তাপপ্রবাহ চলবে পশ্চিমাংশের জেলাগুলিতে।