Weather Update : আসছে বৃষ্টি, তবু নেই স্বস্তি, তাপমাত্রা চড়তে পারে এতটা! আবহাওয়ার পূর্বাভাসে আতঙ্ক
Kolkata Weather Update : উইকএন্ডে আরামের ঘুমের আশা দেখাচ্ছে আবহাওয়া অফিসের পূর্বাভাস। শনি ও রবিবার বাংলাজুড়ে হতে পারে বৃষ্টি।
![Weather Update : আসছে বৃষ্টি, তবু নেই স্বস্তি, তাপমাত্রা চড়তে পারে এতটা! আবহাওয়ার পূর্বাভাসে আতঙ্ক West Bengal Weather Update Temperature May Rise In West Bengal Can Touch 40 degree soon Kolkata Weather Update Weather Update : আসছে বৃষ্টি, তবু নেই স্বস্তি, তাপমাত্রা চড়তে পারে এতটা! আবহাওয়ার পূর্বাভাসে আতঙ্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/30/7dc2efa406c14b1787c27cd9d20f204e171176789959253_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, কলকাতা : শুক্রবারের হাঁসফাঁস গরমে কপালে চিন্তার ভাঁজ বঙ্গবাসীর। বসন্তে গরমের এই যদি ট্রেলার হয়, তাহলে সিনেমাটা না-জানি কী হবে। এবার গ্রীষ্মে গরম কতটা তীব্র হবে, তা নিয়ে আতঙ্কে সকলে। তারই মধ্যে সাময়িক স্বস্তির কথা শোনাল আবহাওয়া দফতর। উইকএন্ডে আরামের ঘুমের আশা দেখাচ্ছে আবহাওয়া অফিসের পূর্বাভাস। শনি ও রবিবার বাংলাজুড়ে হতে পারে বৃষ্টি।
উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া অফিস । তবে ঝড় বৃষ্টি হলেও রাজ্যে গরম আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া-অফিস। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছএে। দুই বঙ্গেই আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম বাড়বে। সেই সঙ্গে বাতাসে আপেক্ষিত আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি বাড়বে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। রবি ও সোমবার, দুই দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া ও বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে।
কলকাতায় শনিবার মূলত মেঘলা আকাশই থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরেও। রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। সেই সঙ্গে বইবে দমকা হাওয়া। রয়েছে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ের গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। গরম আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ।
কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?
Date | Min Temp | Max Temp | Weather | |
29-Mar | 28.0 | 35.0 | ![]() |
Partly cloudy sky with possibility of development of thunder lightning |
30-Mar | 28.0 | 36.0 | ![]() |
Partly cloudy sky with possibility of development of thunder lightning |
31-Mar | 26.0 | 36.0 | ![]() |
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm |
01-Apr | 28.0 | 37.0 | ![]() |
Partly cloudy sky |
02-Apr | 27.0 | 37.0 | ![]() |
Mainly Clear sky |
03-Apr | 28.0 | 37.0 | ![]() |
Mainly Clear sky |
04-Apr | 29.0 | 37.0 | ![]() |
Mainly Clear sky |
আরও পড়ুন :
রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)