Weather Update : বৃষ্টির পর ঠকঠক করে কাঁপছেন? তাপমাত্রা কিন্তু গিয়েছে বেড়ে ! আবার কবে শীতের কামড়
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ( Winter Rain ) ও হাওয়ার দাপটে বৃহস্পতিবার শীতের অনুভূতি ছিল বেশি। তবে তাপমাত্রা ছিল ঊর্ধ্বগামী।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : আবহাওয়া দফতরের ( Weather Office ) পূর্বাভাস মতোই বাড়ল তাপমাত্রা। গত ২-৩ দিন নিম্নমুখী ছিল তাপমাত্রার গ্রাফ। তবে আলিপুর আবহাওয়া অফিস ( Alipore Weather Office ) আগেই জানিয়েছিল, শীতের ইনিংস লম্বা নয়, ফের বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা বেড়েছে এ রাজ্যে। যদিও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ( Winter Rain ) ও হাওয়ার দাপটে বৃহস্পতিবার শীতের অনুভূতি ছিল বেশি। তবে তাপমাত্রা ছিল ঊর্ধ্বগামী।
কলকাতার তাপমাত্রা
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সেই ১৬ ডিগ্রির আশেপাশেই ঘোরাঘুরি করছে। কলকাতায় বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার তা সামান্য কমে হল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
শীতের আমেজ থাকলেও কাঁপন কমেছে। কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামবে না, বরং বাড়তে পারে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর জেলাতেও।
উত্তরবঙ্গের তাপমাত্রা
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দার্জিলিঙে হিমাঙ্কের নিচে নেমে যেতে পারে তাপমাত্রা। হতে পারে তুষারপাতও। আগামী দু-তিনদিন ঠান্ডায় কাঁপবে উত্তরবঙ্গে পাহাড়ি এলাকাগুলি। পার্বত্য এলাকাগুলিতে হতে পারে শিলাবৃষ্টিও। সকালে কুয়াশা থাকবে, পরের দিকে মেঘলাই থাকবে আকাশ। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই।
কলকাতার তাপমাত্রা
বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস নিচে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৭৩ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ১.৮ মিলিমিটার।
কলকাতার আবহাওয়া
বেলার দিকে কুয়াশা-পরিস্থিতির উন্নতি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। রাতের তাপমাত্রা একই রকম থাকবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা। এরপর তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন :
২২ জানুয়ারিই ঘরে চায় 'রাম', সিজারের হিড়িক অযোধ্যা-সহ উত্তরপ্রদেশের বহু বেসরকারি হাসপাতালে