Weather Update: ঝড়-বৃষ্টির পরেই বাড়তে চলেছে তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস ?
West Bengal Weather Update: কেমন থাকবে আগামীকাল আবহাওয়া দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ? কী বলছে হাওয়া অফিস ?
কলকাতা: বসন্ত উৎসবের পর ঝড়-বৃষ্টি কিছুটা স্বস্তির আবহাওয়া বাংলায়। তবে আগামী ৪৮ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। কিন্তু তারপর কেমন আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে ? জানাল হাওয়া অফিস (Weather Office)।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা
আবহাওয়াবিদ জানিয়েছেন, এই মুহূর্তে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা থাকছে। প্রধানত ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দুপুরের দিকেই হবে। তবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত অনেকটাই বেশি থাকবে। তবে গতকাল যে মাপে ঝড়-বৃষ্টি হয়েছিল, তেমনটা এখন দেখা পাওয়া যাবে না।
কোন কোন জেলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পাবে ?
তিনি আরও বলেন,' বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনার দিকে আগামী দুদিন এইধরণের দুর্যোগের আশঙ্কা রয়েছে বলেই জানালেন আবহাওয়াবিদ। তবে তাপমাত্রা বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে। আগামী ২ দিন তাপমাত্রা সেভাবে না বাড়লেও, তারপর ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলেই পূর্বাভাস।
কেন এই ঝড়-বৃষ্টি ?
এরপর ঝড়-বৃষ্টির প্রকৃত কারণ জানিয়ে আবহাওয়াবিদ বলেছেন, 'মূলত বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোন থেকেই জলীয়বাস্প ছড়িয়ে পড়ছে দক্ষিণবঙ্গে। তবে বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোন প্রত্যেকদিনই ওর স্থান পরিবর্তন করছে। তার স্থান যেভাবে পরিবর্তন হচ্ছে, ঠিক সেইভাবেই জলীয়বাস্প ছড়িয়ে পড়ছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ থেকে তুলনামুলক বেশি বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গে । তার কারণও ওই অ্যান্টি সাইক্লোনের অবস্থান।'
৩৬-৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ
আগেই হাওয়া অফিস জানিয়েছিল, বাংলাদেশ ও অসমে ঘূর্ণাবর্ত। তার সঙ্গে মধ্যপ্রদেশ থেকে ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবে গতকালের মতো বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ৩৬-৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। অন্যদিকে,পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি হবে।
আরও পড়ুন, বসিরহাটের BJP প্রার্থী রেখা পাত্রকে প্রধানমন্ত্রীর ফোন, বললেন..
প্রসঙ্গত, কিছুদিন আগেই দিল্লির মৌসম ভবন জানিয়েছিল, অন্তত মে মাস অবধি রাজ্যে কমবেশি বৃষ্টি হবে। পাশাপাশি কালবৈশাখীও হওয়ার সম্ভাবনা রয়েছে। সহায় জলীয়বাস্প। আবহাওয়া দফতরের সেই ভবিষ্যতবাণী সত্যি করে দিল। তবে ঝড়-বৃষ্টির পর ফের তাপমাত্রা বাড়তেই কতটা অস্বস্তি বাড়বে, তা সময়ই জানান দেবে।