Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি ! মাঝ ডিসেম্বরেই ধেয়ে আসবে দুর্যোগ? বড় খবর দিল আবহাওয়া অফিস
আবহাওয়া দফতর জানাচ্ছে, যদি নিম্নচাপ তৈরি হয়, তাহলে তার মুখ থাকবে ....
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শীতের কাঁপুনির পূর্বাভাসের মাঝেই নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। এখন নিম্নচাপের অভিমুখ কোনদিকে হবে, সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী । এছাড়াও নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ সংলগ্ন এলাকায়। ঘূর্ণাবর্ত রয়েছে অসমে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, যদি নিম্নচাপ তৈরি হয়, তাহলে তার মুখ থাকবে তামিলনাডু উপকূলের দিকে। তবে রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির বড় কোনও পূর্বাভাস নেই। শৈত্য প্রবাহেরই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর । পশ্চিমের সাত জেলায় জাঁকিয়ে শীত পড়বে। আপাতত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সোমবার কুয়াশার দাপট বাড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের এর নিচে। রবিবার পর্যন্ত বজায় থাকবে জাঁকিয়ে শীতের আমেজ।
কলকাতায় শনিবারও ১৫ ডিগ্রির নিচে পারদ। পশ্চিমের জেলায় দশ ডিগ্রির নিচে চলে গেছে তাপমাত্রা। জাঁকিয়ে শীতের স্পেল চলবে রবিবার পর্যন্ত। ১৮ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। জমিয়ে শীতের স্পেল। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় শৈত্য প্রবাহ চলবে দক্ষিণবঙ্গের সাত জেলায়। এর মধ্যে রয়েছে -
- পুরুলিয়া
- বাঁকুড়া
- পশ্চিম মেদিনীপুর
- ঝাড়গ্রাম
- পূর্ব ও পশ্চিম বর্ধমান
- বীরভূম
জাঁকিয়ে ঠান্ডা পড়বে উত্তরবঙ্গেও। তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে বলে অনুমান আবহাওয়া দফতরের। আগামী দু-দিন তাপমাত্রার কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তবে স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। বৃষ্টির সম্ভাবনা নেই ১৮ই ডিসেম্বর পর্যন্ত। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। এছাড়াও শনি ও রবি হালকা থেকে মাঝারি কুয়াশা ঘিরে রাখবে উত্তরবঙ্গের পাঁচ জেলাকে।
শনিবার কলকাতার তাপমাত্রা
কলকাতায় ১৪ ডিগ্রির ঘরে থাকবে পারদ। শহরে জমিয়ে শীতের আমেজ অনুভূত হবে। রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের বেশ কিছুটা নিচে থাকবে । আপাতত ১৫ ডিগ্রির নিচেই থাকবে তাপমাত্রা। জাঁকিয়ে শীতের পরিস্থিতি চলবে রবিবার পর্যন্ত। সোমবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা।সোমবারও মঙ্গলবার সকালে হালকা মাঝারি কুয়াশার থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪২ থেকে ৮৯ শতাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।