(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Update: বাড়বে শীতের আমেজ, সপ্তাহান্তে পারদ পতনের পূর্বাভাস বঙ্গে
West Bengal Weather Forecast: আগামী সপ্তাহ থেকে শীতের আমেজ বাড়বে বাংলাজুড়ে। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: বাতাসে শীতের (Winter Forecast) শিরশিরানি। ফের কুড়ির ঘরে নামল কলকাতার (Kolkata) পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) সূত্রে খবর, রবিবার থেকেই কমবে তাপমাত্রা। আগামী সপ্তাহ থেকে শীতের আমেজ বাড়বে বাংলাজুড়ে। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ ক্রমশ তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের দিকে সরবে। তবে বাংলায় এর প্রভাব পড়বে না।
Day | Min | Max | Text |
9 Nov | 20.6 | 31 | পরিষ্কার আকাশ বৃষ্টির সম্ভাবনা নেই |
10 Nov | 21 | 32 | মূলত পরিষ্কার আকাশ, মাঝে মধ্যে মেঘের দেখা |
11 Nov | 21 | 32 | মূলত পরিষ্কার আকাশ, মাঝে মধ্যে মেঘের দেখা |
12 Nov | 20 | 31 | পরিষ্কার আকাশ |
13 Nov | 20 | 31 | পরিষ্কার আকাশ |
সপ্তাহ শেষে নামতে পারে তাপমাত্রা
হালকা আমেজ এলেও তার দেখা নেই। আসবে আসবে করেও ধরা যেন এখনই দিতে নারাজ শীত (Winter)। আবহাওয়া দফতর (Alipore Metrological Department) জানিয়ছে, বঙ্গে শীত আসতে খুব বেশি দেরি। ইতিমধ্যে মিঠে রোদের সঙ্গে হিমেল পরশে শীতের আমেজ বেশ টের পাওয়া যাচ্ছে। যা সপ্তাহের শেষে আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস। পাশাপাশি কমতে পারে তাপমাত্রাও। জাঁকিয়ে শীত না পড়লেও পরের সপ্তাহ থেকে শীতের (Winter Forecast) শিরশিরানি বেশ টের পাওয়া যাবে। দক্ষিণবঙ্গে (South Bengal) চলতি সপ্তাহে বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। দু -এক দিনের মধ্য়ে জাঁকিয়ে শীত না পড়লেও, সকাল-সন্ধেয় হালকা ঠান্ডার আমেজ থাকবে জেলায়।