Weather Today: ঘূর্ণাবর্তের চরম প্রভাব বঙ্গে! লাল সতর্কতা জারি, বন্যা পরিস্থিতি জেলায় জেলায়
Weather Alert: আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
কলকাতা: টানা বৃষ্টির মধ্যেই ফের উত্তরবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি। বুধবার থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরেও। বৃহস্পতি থেকে শনিবার দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়, বৃষ্টি হলেও বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
টানা বৃষ্টি ও ধসের জেরে ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি থেকে সিকিম ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ ধসের জেরে বন্ধ রাখা হয়ছে। অন্যদিকে, ভুটান পাহাড়ের বৃষ্টির ফলে ভয়ঙ্কর আকার ধারণ করেছে নদী। আলিপুরদুয়ারের শিশামারা নদীতে জলস্তর বাড়ার ফলে দুই জায়গায় মোট ৪০০ মিটার বাঁধভেঙে গেছে। এদিকে, জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতে তিস্তা নদীতে ভাঙন বাড়ছে। ইতিমধ্যেই বেশ কয়েক বিঘে চাষের জমি জলের তলায়। প্লাবিত একাধিক ঘরবাড়ি।
আবহাওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত?
বৃহস্পতিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়।
আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টি বাড়লে দৃশ্যমানতা কমতে পারে। বিপর্যস্ত হতে পারে টেলি কমিউনিকেশন। বৃষ্টি বাড়লে পার্বত্য এলাকায় ধসের পরিমাণও বাড়তে পারে।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে