Weather Today: বাংলাজুড়ে ফের বৃষ্টি দুর্যোগ? হলুদ সতর্কতা জারি একাধিক এলাকায়, আবহাওয়ার বড় আপডেট
Weather Updates: মৌসম ভবন সূত্রে খবর, এই কারণে আগামী ২৪ জুলাইয়ের আশেপাশে উত্তর বঙ্গোপসাগরের ওপর আরও একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে

কলকাতা: নিম্নচাপ কাটলেও এখনই কাটছে না দুর্ভোগ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আজ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকঘণ্টায় দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের একাধিক জেলা ভিজবে বৃষ্টিতে।
বেশ কিছু জেলায় হলুদ সতর্কতাও জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে পশ্চিম রাজস্থান ও সংলগ্ন পাকিস্তানের ওপর সুস্পষ্ট নিম্নচাপ কেন্দ্রের মধ্য দিয়ে চুরু, আয়ানগর, শাহজাহানপুর, লখনউ, পাটনা, বাঁকুড়া, দিঘা হয়ে পূর্বদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত রয়েছে অক্ষরেখাটি।
মৌসম ভবন সূত্রে খবর, এই কারণে আগামী ২৪ জুলাইয়ের আশেপাশে উত্তর বঙ্গোপসাগরের ওপর আরও একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে উত্তর থেকে দক্ষিণের সব জেলাতেই। ২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে স্থলভাগে।
২১ জুলাই উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা। ২২ জুলাই হলুদ সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ২৩ জুলাই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলিতে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা। জারি হলুদ সতর্কতা। ২৪ জুলাই দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
Special Bulletin: 3
— IMD Kolkata (@ImdKolkata) July 20, 2025
Enhanced rainfall activity over the districts of West Bengal. pic.twitter.com/uLt030ib2B
২১ জুলাই, সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলায় জারি হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ২৩ থেকে ২৪ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস।





















