Weather Updates: রবিবারই উঠবে দমকা হাওয়া, বজ্রপাতের সঙ্গে তুমুল বৃষ্টি, জেলায় জেলায় কমলা সতর্কতা
Weather Alert: কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঝড়বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ। তার জেরে এবার আগামী কয়েক দিন রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, রবিতেই শুরু হয়ে আবহাওয়ার তাণ্ডব। সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে।
রবিবারে দক্ষিণবঙ্গে সর্তকতা থাকবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির। কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা জারি থাকবে ছয় জেলাতে। হুগলি, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এই ছয় জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঝড়বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ন’টি জেলার জন্য কমলা সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কিছু অংশে।
Thunderstorm activity over the districts of West Bengal during 12thto 15th April 2025. pic.twitter.com/jyNZHTsrZx
— IMD Kolkata (@ImdKolkata) April 12, 2025
মৌসম ভবনের তরফে জানান হয়েছে, উত্তর-পূর্ব বিহার এবং উত্তর বাংলাদেশের উপরে একটি করে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। মূলত এর ফলেই প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগরের দিক থেকে স্থলভাগে ঢুকছে। তাই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে।
সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়ায় সম্ভাবনা বেশি। বইতে পারে দমকা হাওয়া। এই টানা ঝড়-বৃষ্টিতে গ্রামাঞ্চলে একাধিক সমস্যা দেখা দিতে পারে, বৃষ্টি পূর্বাভাসের সঙ্গেই সেই বার্তাও দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে বেশকিছু জেলায় হলুদ এবং কমলা সতর্কতাও রয়েছে। এমনকী নববর্ষে, উৎসবের আবহেও দুর্যোগ থেকে রেহাই মিলবে না। সেদিনও সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।






















