Weather Today: শীতের কামব্যাকে ফের পারদ, সরস্বতী পুজোর দিনে কেমন থাকবে আবহাওয়া?
Weather Updates: সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ?
সঞ্চয়ন মিত্র, কলকাতা: মরশুমের শেষ বেলায় শীতের কামড়। আগামী ২৪ ঘণ্টার জন্য রাজ্যের ৮ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের ৬টি জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।
পশ্চিমের জেলাগুলিতে দশের নীচে নেমে গেছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। উত্তরবঙ্গের দুটি জেলা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। তবে এই শীত-সুখ ক্ষণস্থায়ী। সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান।
আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে, কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বিক্ষিপ্ত ভাবে এই বৃষ্টি হবে। মৌসম ভবনের তরফে বলা হয়েছে, যে একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ১৩ তারিখ পর্যন্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকবে৷
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে শীত আরেকটু স্থায়ী হতে পারে। ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে ৷ হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে, বেলাশেষের শীত নতুন সপ্তাহের শেষে আর না থাকার পর্যায়ে চলে যাবে ৷ বসন্ত পঞ্চমী থেকে তাপমাত্রা চড়তে শুরু করবে ৷
আরও পড়ুন, তৃতীয় বার ভোটে লড়বেন দেব, TMC সূত্রে খবর, মান ভাঙালেন মমতা-অভিষেক?
পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তুরে বাতাস ফের সক্রিয় ৷ তবে এই সক্রিয়তা বিশেষ স্থায়ী হবে না ৷ বিদায়ী শীতের ঝাপটায় ঠান্ডার শিরশিরানি পাওয়া গেলেও রবিবারের পর থেকে তা কমতে শুরু করবে ৷ আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই ৷ তবে দিনদু'য়েক পর থেকে পারদ ২-৪ ডিগ্রি চড়বে ৷ ফলে সরস্বতী পুজোর সময় ঠান্ডার কামড় প্রায় না-থাকার পরিস্থিতি তৈরি হয়ে যাবে ৷
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে