Durgapur News: বড়দিনের ভোররাতে দুর্গাপুরে গ্যাস লিক করে জোড়া মৃত্যু, অসুস্থ ৬
Durgapur Gas Accident: গ্যাস লিক করে মর্মান্তিক দুর্ঘটনা দুর্গাপুর থানা এলাকায়।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: দুর্গাপুর থানা এলাকার (Durgapur Police Station) স্টিল টাউনশিপে মিষ্টির গোডাউনে গ্যাস লিক করে জোড়া মৃত্যু। রাতে ৮ শ্রমিক ঘুমন্ত ছিলেন, তখনই গ্যাস লিক করে দুর্ঘটনা গ্যাসের জেরে অসুস্থ ৬ কর্মচারী। গোডাউনে দরজা ভেঙে সবাইকে উদ্ধার। অসুস্থরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, দুর্গাপুর থানা এলাকার স্টিল টাউনশিপে একটি মিষ্টির দোকানের পিছনে গোডাউনে ছিলেন কর্মচারীরা। সেখানে গ্যাসের সিলিন্ডার রাখা ছিল। সেই গ্যাসের সিলিন্ডার থেকে রাতের বেলায় গ্যাস লিক করে। বড়দিনের আগে তখন গভীর ঘুমে আচ্ছন্ন ওই কর্মচারীরা। এরপরেই অসুস্থ হয়ে পড়েন ৮ জন শ্রমিক। তাদের মধ্যে থেকেই একজন ফোন করে দোকান মালিককে জানায়। দোকান মালিক অন্যান্যদের খবর দিয়ে দরজা ভেঙে ভোরবেলার দিকে তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক। এই মুহূর্তে বাকি ৬ জন কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন।
গতমাসেও মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী ছিল দক্ষিণ ২৪ পরগনা। সোনারপুর (Sonarpur) ব্লকের খেয়াদহ ২ পঞ্চায়েত ভগবানপুর এলাকায় একটি বরফ কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে বিপত্তি ঘটেছিল। চলতি বছরের মার্চ মাসে, হুগলিতে হিমঘর থেকে লিক করে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছিল (Amonea Gas Leak)। তীব্র ঝাঁঝালো গন্ধে ভরে গিয়েছিল গোটা এলাকা। স্থানীয়দের অভিযোগ ছিল, প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল গ্যাসের তীব্রতা। ধনিয়াখালির দশঘড়া এলাকায় যে ঘটনায় তৈরি হয় তীব্র আতঙ্ক। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল ধনিয়াখালি থানার পুলিশ (Dhanikhali Police Station) ও দমকল বাহিনী। হিমঘরটি যে এলাকায় সেখানকার স্থানীয় বেশ কিছু বাসিন্দাকে এলাকা থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
আরও পড়ুন, মিমিক্রি বিতর্কে ফের উপ রাষ্ট্রপতিকে নিশানা কল্যাণের
দোলের দিন সন্ধেবেলায় ঘটনাটি ঘটেছিল। ধনিয়াখালির দশঘড়া এলাকার স্থানীয় একটি কোল্ড স্টোরেজ তথা হিমঘর থেকে গ্যাস লিক করতে শুরু করেছিল। কিছুক্ষণের মধ্যে প্রবলভাবে তা ছড়িয়ে পড়তে শুরু করে। তীব্র ঝাঁঝালো এক গন্ধ পেয়ে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সাধারণ মানুষের মধ্যে। অনেকেই এলাকা দিয়ে হাঁটাচলার করার মাঝে তীব্র গন্ধের জেরে শ্বাসকষ্টও অনুভব করছিলেন। যদিও কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এর ঠিক পরের মাসেই জলপাইগুড়িতে ঘটে আরও একটি মর্মান্তিক ঘটনা।জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকায় গ্যাস লিক করে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ কয়েকজন।