Migrant Worker Death: ভাড়া বাড়ি থেকে দেহ উদ্ধার, ভিনরাজ্য়ে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু
West Burdwan News: ওই শ্রমিকের পরিবারের দাবি, কয়েকবছর ধরে ব্যাঙ্গালোরে এক ঠিকাদারের কাছে কাজ করতেন বছর ৩৩-এর সতীশ।
![Migrant Worker Death: ভাড়া বাড়ি থেকে দেহ উদ্ধার, ভিনরাজ্য়ে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু West Burdwan News Migrant Worker Death News Controversy Migrant Worker Death: ভাড়া বাড়ি থেকে দেহ উদ্ধার, ভিনরাজ্য়ে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/19/c76bb1e154bf11fe2f2019cc481d5c41173462328169151_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা: ভিনরাজ্য়ে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু। মৃতের নাম সতীশ মণ্ডল। কাঁকসার ক্যানাল পাড় এলাকার বাসিন্দাকে ব্যাঙ্গালোরে খুন করা হয়েছে বলে সন্দেহ করছে তাঁর পরিবার।
পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু: ওই শ্রমিকের পরিবারের দাবি, কয়েকবছর ধরে ব্যাঙ্গালোরে এক ঠিকাদারের কাছে কাজ করতেন বছর ৩৩-এর সতীশ। এ বছর পুজোর ছুটি কাটিয়ে তিনি কাজের জায়গায় ফিরে যান। পরিবারের দাবি, রবিবার ঠিকাদারের কাছ থেকে পরিযায়ী শ্রমিকের মৃত্যুসংবাদ মেলে। পরিযায়ী শ্রমিককে খুনই করা হয়েছে বলে পরিবারের সন্দেহ। পরিবারের অভিযোগ শনিবার রাতে ফোনে কথা হয় তার পর রবিবারে মৃতার খবর দেওয়া হয়। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। দেহ উদ্ধারের পর থেকে তার মোবাইল ফোন পাওয়া যায়নি। দেহ ফিরিয়ে আনতে ও দোষীদের শাস্তির দাবিতে গোটা পরিবার কাঁকসা থানার দ্বারস্থ হন।
ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা এই প্রথম না। বিভিন্ন রাজ্য থেকেই এই ধরনের ঘটনা সামনে এসেছে সাম্প্রতিক অতীতেও। মাসখানেক আগে কাজের প্রয়োজনে ওড়িশায় গিয়ে সমস্যায় পড়েছিলেন বাঙালি পরিযায়ী শ্রমিকেরা (Migrant Labour)। গত অগাস্ট মাসে ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
নবান্ন সূত্রে জানা যায়, বাংলার বহু পরিযায়ী শ্রমিক ওড়িশার কয়েকটি জেলায় কাজের প্রয়োজনে গিয়ে হামলা এবং আক্রমণের মুখে পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। বাংলার পরিযায়ী শ্রমিকদের কী ধরনের সমস্যায় পড়তে হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে ওড়িশার মুখ্যমন্ত্রীকে জানান বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সমস্যায় পড়া পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে এ রাজ্যে ফিরে আসারও আহ্বান জানান তিনি। নবান্নের তরফে জানানো হয়েছিল, কোথাও কোনও সমস্যা হলে রাজ্য সরকারের তরফে সাহায্য করা হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: SSC Hearing: কারা বৈধ, কারা অবৈধ? উত্তর আজও অধরা, কী বলছেন SSC চাকরিপ্রার্থীরা?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)