West Burdwan: পিএইচইর ইঞ্জিনিয়ারকে নিগ্রহের ঘটনা রানিগঞ্জে, পঞ্চায়েত সমিতির সভাপতির দিকে অভিযোগের আঙুল
West Burdwan News: এই মর্মে রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে ঐ ঘটনাকে কেন্দ্র করে আজ আসানসোল পিএইচইর দফতরে প্রতিবাদে সামিল হন জুনিয়র ইঞ্জিনিয়ার সহ বেশ কিছু আধিকারিক।
কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: PHE র ইঞ্জিনিয়ারকে নিগ্রহের ঘটনা। এদিকে, এই ঘটনায় রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়ার বিরুদ্ধে রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে সেই দফতর। পিএইচইর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পরেশ নাথ রায় এই মর্মে রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে ঐ ঘটনাকে কেন্দ্র করে আজ আসানসোল পিএইচইর দফতরে প্রতিবাদে সামিল হন জুনিয়র ইঞ্জিনিয়ার সহ বেশ কিছু আধিকারিক। কালো ব্যাজ পরে তাঁরা সোমনাথ সরকারকে নিগ্রহ করার ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে রানিগঞ্জের বিডিও অভীক ব্যানার্জি কোনও মন্তব্য করতে চাননি । ফোন করে বিনোদ নুনিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁর দুটো ফোনই সুইচ অফ বলছে। তবে আসানসোল দক্ষিণ বিধানসভার গ্রামীনের ব্লক সভাপতি দেবনারায়ন দাস জানান, ''এই ধরনের কাজকে দল সমর্থন করে না। গোটা পরিস্থিতির ওপর দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন।''
এদিকে, অন্য একটি বিক্ষিপ্ত খবরের দিকে নজর দেওয়া যাক। পিএম কিষাণের বদলে কৃষক বন্ধু, প্রধানমন্ত্রীর রেশন কে বলছে খাদ্য সাথী, জলজীবন প্রকল্পের নাম জল স্বপ্ন। প্রত্যেক ছত্রে এই একই কথা। আমরা প্রায় ১৫ মিনিট শুনেছি, তারপর প্রতিবাদ করেছি। রাজ্যের প্রকল্প রাজ্যের বলুন, অসুবিধা নেই। ১৩ কোটি টিকা পেয়েছে রাজ্য, তাও বললেন কেন্দ্রের রাজ্যেরপ্রতি বৈমাত্রেয় সুলভ আচরণ। বাজেটের বদলে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বললেন আন্দোলনরত বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। ২০২২-’২৩ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশের সময় তুমুল স্লোগান বিজেপির। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর বাজেট বক্তৃতায় স্লোগান বিজেপি বিধায়কদের। বিজেপির বিক্ষোভ চলাকালীন বাজেট বক্তৃতা দেন চন্দ্রিমা।বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের। পোর্টিকোতে বসে পড়ে স্লোগান দিচ্ছেন বিজেপি বিধায়করা। ‘প্রতিটি প্রধানমন্ত্রীর প্রকল্পের নাম পাল্টে দিয়েছে রাজ্য সরকার। মাসে তিন বার নেওয়া হচ্ছে ঋণ এরপরেও ক্রমাগত কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে’, অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।