West Burdwan : অন্ডালের পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় উল্টোডাঙা থেকে গ্রেফতার ২
সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এক সপ্তাহের মধ্যে অন্ডাল পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনার তদন্তে সাফল্য পেল পুলিশ।
মনোজ বন্দ্যোপাধ্যায়, অন্ডাল (পশ্চিম বর্ধমান) : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এক সপ্তাহের মধ্যে অন্ডাল পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনার তদন্তে সাফল্য পেল পুলিশ। অন্ডাল থানার পুলিশের তৎপরতায় কলকাতার উল্টোডাঙা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মহম্মদ শাহনওয়াজ ও আরশাদ আলি। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।
চলতি মাসের ২ তারিখ গভীর রাতে অন্ডালের দুপচুরুরিয়া মোড়ের পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনা ঘটে। রাত ১টা নাগাদ ছয়-সাতজনের ডাকাতদল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় ওই পাম্পে। সেখানে গিয়েই পাম্পের কর্মীদের মারধর করে তারা। বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। পাম্পের ক্যাশবাক্স ভেঙে দুষ্কৃতীরা প্রায় এক লক্ষ ছয় হাজার মতো নগদ টাকা নিয়ে যায়।
পাম্পের কর্মী আকাশ ধীবর জানান, ছয়-সাতজনের দুষ্কৃতী দল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোজা পেট্রোল পাম্পের ক্যাশবাক্সে হামলা চালায়। পাম্পের মালিক জানান, এই ঘটনা পূর্বপরিকল্পিত হতে পারে। অথবা কেউ শত্রুতা থেকে এই ঘটনা ঘটাতে পারে।
আরও পড়ুন ; অন্ডালের পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতি, লুঠ লক্ষাধিক টাকা, আহত দুই কর্মী
এই ঘটনার আট দিনের মধ্যেই তদন্তে সাফল্য পেল অন্ডাল থানার পুলিশ। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। দুষ্কৃতীরা যে গাড়িতে করে ডাকাতি করতে এসেছিল সেটি শনাক্ত করা হয়। তাদের তৎপরতায় উল্টোডাঙা থেকে পাকড়াও করা হয় দুই দুষ্কৃতীকে। গতকাল রাতেই দুই দুষ্কৃতীকে কলকাতা থেকে অন্ডাল থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রের খবর, এদের জিজ্ঞাসাবাদ করে আরও পাঁচজনের তথ্য পাওয়া গেছে । খুব শীঘ্রই ডাকাত দলের পুরো গ্যাংকে ধরা পড়বে । এক সপ্তাহের মধ্যে পেট্রল পাম্প কাণ্ডের ডাকাত দলের এভাবে ধরা পড়ার ঘটনায় অল্প হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে পাম্প মালিকরা। ধৃতদের থেকে জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য জোগাড় করতে চাইছে পুলিশ।