TMC : 'ঘাটালের কোনও তৃণমূল কর্মীকে মারলে, হাত ভেঙে দেওয়া হবে' হুঁশিয়ারি অজিত মাইতির
West Bengal : সবমিলিয়ে পঞ্চায়েত ভোট শেষ হলেও, বঙ্গরাজনীতিতে হুমকি-হুঁশিয়ারি অব্যাহত রয়েছে।
সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর : পঞ্চায়েত ভোটে (Panchayat Election) সন্ত্রাসের এই ছবি দেখেছে বাংলা। খালি হয়েছে অনেক মায়ের কোল। তারপরও হুমকি-হুঁশিয়ারি শেষ হওয়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। এবার নাম না করে, ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে হুমকি দিতে শোনা গেল পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের (TMC) কো অর্ডিনেটর অজিত মাইতিকে।
পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর অজিত মাইতির হুঁশিয়ারি, 'যে হাতটা উঠেছিল দিলীপের গায়ে, সেই হাতটা তো ভেঙে দেওয়া উচিত ছিল। সেই হাতটা ভাল থাকার কোনও দরকার নেই। যদি এরপর কোনওদিন ওই হাত এসে ঘাটালের কোনও তৃণমূলকর্মীর গায়ে ওঠে, সেই হাতটা তোমরা ভেঙে দাও। এটা আমি দাঁড়িয়ে তোমাদেরকে বলে যাচ্ছি। কারণ ইট ছুঁড়লে পাটকেল খেতে হবে।'
বুধবার ঘাটালের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের উপ সমিতি গঠন ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। সেদিন তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি দিলীপ মাজিকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তার প্রতিবাদে শুক্রবার সভা করে তৃণমূল। সেই মঞ্চ থেকেই তৃণমূল নেতার মুখে শোনা যায় হুমকি। উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ। অজিত মাইতি বলেছেন, 'দিলীপকে মারলে তোমাদের উন্নয়ন বন্ধ হবে। আর বিজেপির ওই কলঙ্কিত কর্মীকে মারলে উন্নয়ন বন্ধ হবে না। বরং ঘাটালের মাস্টার প্ল্যানে যে টাকাগুলো শীতল কপাটরা আটকে দিল, দিল না। স্যাংশন করল না, ঘাটালের সঙ্গে গদ্দারি করল, বেইমানি করল, এই বেইমানদের একটা সাজা হবে।'
কার্যত ব্যাখার সুর থাকলেও হুঁশিয়ারি মিশিয়ে অজিত মাইতির সংযোজন, 'আমাদের কর্মীদের আমি উৎসাহিত করেছি, কেউ ভয় পেও না। প্রথমবার মেরেছে, প্রশাসন ব্যবস্থা নিয়েছে। দ্বিতীয়বার মারতে এলে ছেড়ে দিও না। হাতটা যেন আস্ত না যায়। আত্মরক্ষার অধিকার সবার আছে।' প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপির নেতাদের মুখে শোনা গিয়েছিল হুঁশিয়ারির সুর। ভোট লুঠ করতে এলে পুলিশ থেকে তৃণমূল, মেরে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। যারা ভোট লুঠ করতে আসবে তাদের বুকে গুলি করে শ্মশানে পাঠানো হবে'। দিলীপ ঘোষের (Dilip Ghosh)সামনেই হুঙ্কার মেদিনীপুরে বিজেপি মুখপাত্র অরূপ দাসের।
সবমিলিয়ে পঞ্চায়েত ভোট শেষ হলেও, বঙ্গরাজনীতিতে হুমকি-হুঁশিয়ারি অব্যাহত রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন