West Midnapore: কয়েক দফায় হাজার হাজার টাকা সাফ, এবার সাপের খেলা দেখিয়ে প্রতারণার অভিযোগ
Fraud Case: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার পাকুড়সেনি গ্রামে প্রায় সাপের খেলা দেখাতে অপরিচিত ব্যক্তি সাপ নিয়ে খেলা দেখাতে যায়।
অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: সাপের খেলা দেখিয়ে প্রতারণার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে। অভিযোগ, নারায়ণগড় থানা এলাকায় ৮১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সাপুড়িয়া। বাড়ির অমঙ্গলের কথা জানিয়ে কয়েকদফায় ওই টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ।
প্রতারণার অভিযোগ: গত জুলাই মাসে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার পাকুড়সেনি গ্রামে খেলা দেখাতে বেশ কয়েকটি পরিবার যায়। অভিযোগ সাপুড়ে জানায়, পরিবারের পুরুষ না থাকায় মহিলাদের পরিবারে অমঙ্গল হতে পারে। পাশাপাশি বাস্তুদোষ রয়েছে বলেও জানায় ওই সাপুড়ে। অভিযোগ এই কারণে সন্তানদের ক্ষতি হতে পারে বলে ভয় দেখানো হয়। অভিযোগ সাপুড়ে জানায়, এই দোষ কাটানোর জন্য বাস্তু মঙ্গল কামনায় পুজো করতে হবে। এরপর মঙ্গল কামনায় পুজোর নামে কয়েক দফায় টাকা হাতিয়ে নেয়।
অভিযোগ ওই সাপুড়ে জানায় পুরুষদের এই কথা জানানো যাবে না, তাহলে ক্ষতি হয়ে যাবে। প্রথম দফায় ১২ হাজার টাকা পাঠান ওই গ্রামের বাসিন্দা দেবী প্রধান। রীতিমতো গয়না বন্ধক রেখে টাকা দিতে থাকেন ওই মহিলা। অভিযোগ, এরকম প্রতি নিয়ত ফোন করে বাড়ির অমঙ্গলের কথা জানিয়ে একাধিক ফোন পে নম্বরে সাত দফায় মোট ৮১ হাজার টাকা নিয়ে নেয় ওই সাপুড়িয়া। অভিযোগ, এরপর ওই সাপুড়িয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে ফোন অফ ছিল। সন্দেহ হওয়ায় পরিবারের পুরুষদের জানান বিষয়টি। দেবী প্রধানের স্বামী অনুপ প্রধান নারায়ণগড় থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। সাপুড়িয়ার খোঁজ শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ।
অভিযোগকারী, অনুপ প্রধান বলেন, "আমি বাড়িতে ছিলাম না। সেই সময় সাপুড়িয়া এসে সাপের খেলা দেখিয়ে অমঙ্গল হবে বলে আমার স্ত্রীকে জানায়। ফোন নম্বর দিয়ে চলে যায়। ওই নম্বরে টা্কা পাঠালে মঙ্গলের কাজ শুরু হবে বলে জানায়। আমার স্ত্রীর সমস্ত সোনাদানা বন্ধক রেখে সাত দফায় ৮১ হাজার টাকা ফোন পেতে পাঠিয়ে দেয়। কিন্তু ফোনে তাকে পাওয়া না যাওয়ায় সন্দেহ হয়। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: North Bengal Medical College: থ্রেট কালচারের অভিযোগ, বহিষ্কারের পরেও কমল শাস্তি ৫ পড়ুয়ার