West Midnapore Jawad : ‘জওয়াদ’-এর ঝোড়ো ধাক্কা, ধান কেটেও ঘরে তুলতে পারেননি অনেকে
West Midnapore Jawad Updates : ক্ষতির আশঙ্কায় পশ্চিম মেদিনীপুরের কৃষকরা। ধান কেটেও ঘরে তুলতে পারেননি অনেকে। বৃষ্টির জেরে জমি তৈরি করেও আলু বসাতে না পারায় মাথায় হাত
সোমনাথ দাস, অমিত জানা, পশ্চিম মেদিনীপুর : ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ ( Cyclone Jawad )-এর প্রভাব নিয়ে আগে থেকেই সতর্ক করা হয়েছিল কৃষকদের। কিন্তু সেই সতর্কবার্তা সত্ত্বেও, পুরোপুরি ঠেকানো গেল না চাষে ক্ষতি, বলছেন পশ্চিম মেদিনীপুরের কৃষকরা (Farmers in West Midnapore)। এ জেলার গড়বেতা, চন্দ্রকোণা রোড, ঘাটাল, শালবনি-সহ বিস্তীর্ণ এলাকায় ধান, আলুর পাশাপাশি সবজির চাষ হয়।
এই সময়ই ধান কাটা হয়। তারই মধ্যে বৃষ্টি (Rain)। যার জেরে কাটার পরও মাঠেই ভিজছে ধান (Paddy)। ধান তোলার পরই চাষ হয় আলুর। অনেকেরই সেই জমি তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু বৃষ্টির জেরে সব পণ্ড! আশঙ্কায় চাষিরা।
আরও পড়ুন :
জমেছে জল, বিদ্যুৎঘটিত বিপদ এড়াতে কী করবেন
এদিকে চন্দ্রকোনা এলাকাতেও এই সময় আলুর লাগানো হয়ে গিয়েছে । সেই জমি জলের তলায় । ফলে ক্ষতি হয়েছে প্রচুর। ঘাটালের মনসুকা এলাকাতে আবার প্রচুর লঙ্কা চাষ হয়। লঙ্কাগাছ এই মুহূর্তে জলের তলায় সমস্ত গাছ নষ্ট হয়ে যাবে চিন্তায় রয়েছে চাষীরা।
গড়বেতার কৃষক সুবোধ হাজরা জানান, ' অন্য বছর এ সময় ধান তুলে আলু লাগানো হয়ে যায়। হঠাৎ বৃষ্টিতে কিছু ধান কেটেছি। সবটা তুলতে পারিনি। আলু লাগানো যাবে না। ক্ষতির সম্ভবনা'
কৃষক অশোক সামন্ত জানালেন, ' ধানের পাশআপাশি সবজি চাষ করেছিলাম। কপি, বেগুন বসিয়েছিলাম। বেগুনটা নষ্ট হয়ে গেছে।'
এই পরিস্থিতিতে বৃষ্টি থামার অপেক্ষায় কৃষকরা। বৃষ্টি বাড়লে, ফসলের ক্ষতি বাড়বে বলেই তাঁদের আশঙ্কা।
ঘূর্ণিঝড় জওয়াদ এখন নিম্নচাপ। তবে তার প্রভাবে আজ দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি। নিম্নচাপের অভিমুখ উত্তর ও উত্তর-পূর্বমুখী হওয়ায় সোমবার বাংলাদেশ লাগোয়া তিন জেলা নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতেও। কলকাতায় আজ বিকেলের পর থেকে বৃষ্টি কমবে। কাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি।