West Midnapore: বড়দিনের কেক বিলি করে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু তৃণমূল প্রধানের
west Midnapore News: রাধানগর এলাকার লোকের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে বড়দিনের কেক তুলে দিয়ে আগামী পঞ্চায়েত ভোটে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানালেন।
বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুরঃ লোকের বাড়িতে বাড়িতে গিয়ে বড়দিনের কেক দিয়ে ভোটের প্রচার করল তৃণমূল। আজকে কেক বিলি করছেন কালকে কাটমানি চাইবেন কটাক্ষ বিজেপির। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দুই নম্বর ব্লকের লছমাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান নান্টু দোলুই তাঁর এলাকায় রাধানগর গ্রামে আগামী পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন। ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে গতকাল রাতে তৃণমূলের প্রধান নান্টু দোলুই সান্তা ক্লজের পোশাক পরে। হাতে কেক নিয়ে, কর্মী সমর্থকদের সাথে স্লোগান দিয়ে রাধানগর এলাকার লোকের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে বড়দিনের কেক তুলে দিয়ে আগামী পঞ্চায়েত ভোটে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানালেন। ২৫শে ডিসেম্বরকে সামনে রেখে আগামী পঞ্চায়েত ভোটের প্রচারে নামলেন তৃণমূল। এদিকে এই ইস্যুতে বিজেপিও কটাক্ষ করতে ছাড়েনি। আজকে কেক বিলি করছেন কালকে তাদের বাড়িতে গিয়ে আবাস যোজনার জন্য কাটমানি চাইবেন কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি।
কলকাতা থেকে জেলা, ক্রিসমাস কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠেছে রাজ্যের নানা প্রান্ত। উৎসবের মরশুমে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপরতা তুঙ্গে। প্রতি বছর বড়দিনে পার্ক স্ট্রিট হয়ে ওঠে ওয়াকিং স্ট্রিট। উৎসবের সেই সরণিকে এখন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।
উৎসবের অজুহাতে হেলমেট না পরেই রাস্তায় বেরিয়ে পড়া। বাইক বাহিনীর দাপাদাপি, মদ্যপান করে গাড়ি চালানো, বড়দিনের রাতে এসব রুখতে কড়া হাতে মোকাবিলার প্রস্তুতি নিয়েছে পুলিশ। পার্ক স্ট্রিটে যখন দিকে দিকে পুলিশ-প্রশাসনের প্রস্তুতি, তখন করোনা সচেতনতার ছবি ধরা পড়েছে উত্তর ২৪ পরগনার হাবড়ার গুমা সেন্ট মার্ক চার্চে। চিনে করোনা বিস্ফোরণের কথা মাথায় রেখে, জেলার এই গির্জায় ক্রিসমাস ক্যারোলে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। হাবড়ার গুমা সেন্ট মার্ক চার্চের ফাদার কিশোর মণ্ডল বলেন, "চিনে প্রতিদিন ১০ হাজার আক্রান্ত হচ্ছে। ভারতেও আসতে পারে। ক্যারোলে আসতে হলে স্যানিটাইজার মাস্ট। মাস্ক পরতে হবে।"