Anti eve teasing squad : চুরি, ছিনতাই, ইভটিজিং রুখতে এবার তৈরি মহিলা পুলিশের উইনার্স টিম, ডায়াল করতে হবে
Women Safety Squad : চুরি, ছিনতাই, ইভটিজিং রুখতে কলকাতার ধাঁচে এবার খড়গপুরে তৈরি হল মহিলা পুলিশের উইনার্স টিম।

বিশ্বজিৎ দাশ, মেদিনীপুর : চুরি, ছিনতাই, ইভটিজিং রুখতে কলকাতার ধাঁচে এবার খড়গপুরে তৈরি হল মহিলা পুলিশের উইনার্স টিম। খড়গপুর টাউন থানার উদ্যোগে তৈরি এই টিমে রয়েছেন ১৬ জন মহিলা পুলিশ কর্মী। সন্ধে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খড়গপুর শহরের বিভিন্ন রাস্তায় ঘুরবে উইনার্স টিম।
সম্প্রতি খড়গপুর শহরে চুরি, ছিনতাই, ইভটিজিংয়ের ঘটনা বেড়েছে। পথচলতি মহিলাদের হার, মোবাইল ফোন ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটেছে। এ ধরনের অপরাধ রুখতেই মহিলা পুলিশের উইনার্স টিম গঠনের সিদ্ধান্ত বলে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর পুলিশের তরফে জানানো হয়েছে, এই হল উইনারস। এটি শহরাঞ্চলে মহিলা পুলিশের টহলকারী দল, যা সমস্ত অপরাধের বিরুদ্ধে মহিলাদের সুরক্ষা দেবে। এই দল সুরক্ষার পাশাপাশি মহিলাদের মঙ্গল ও নিরাপত্তা নিশ্চিত করবে। WINNERS- 8001007868- এর জন্য হেল্পলাইন ডায়াল করুন।
Women Safety Squad - Winning Hearts!@westmdppolice now gets its own 'Winners' team -an all women team formed with an aim to keep in check the crimes against women and enhance their overall safety.
— West Bengal Police (@WBPolice) May 17, 2022
Helpline No: 8001007868
Follow the DGP, WB on https://t.co/6PDvg2gMEN#WBP4U pic.twitter.com/lllRkXpbLE
রাজ্যের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই মহিলাদের সুরক্ষার জন্য তৈরি হয়েছে উইনার্স টিম । এর আগে উইনার্স টিম তৈরি করেছে বীরভূম জেলা পুলিশ । নারীর সুরক্ষায় জোর দিতে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরেও পুলিশ এই ‘উইনার্স টিম’ চালু করেছে। মহিলাদের শ্লীলতাহানি, ইভ-টিজিং-এর মত বিষয়ে নিরাপত্তা দিতে বিধাননগর পুলিশও চালু করেছে "দ্য উইনার্স"। কলকাতা পুলিশ বেশ কয়েকবছর আগেই চালু করে উইনার্স টিম।
আমাদের বিশেষ মহিলা টহলদারি টিম 'উইনার্স'-এর গত কয়েকদিনের অভিযানের কিছু মুহূর্ত ভাগ করে নিলাম। রাস্তাঘাটে সুযোগ পেলেই মহিলাদের উত্যক্ত করার সুযোগ খোঁজে যারা,তাদের শায়েস্তা করতেই শহরজুড়ে চলে 'উইনার্স'-এর টহল। pic.twitter.com/08SVkeM2r0
— Kolkata Police (@KolkataPolice) April 10, 2019
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
