Nadia: মুরগির খাঁচার নীচ থেকে ব্যাগ টানতেই বোমা বিস্ফোরণ, আঙুল উড়ল গৃহস্থের
গুরুতর জখম অবস্থায় ভর্তি কল্যাণী জেএনএম হাসপাতালে। কে বা কারা বাড়িতে রেখে গেল বোমা, তদন্ত শুরু পুলিশ।
![Nadia: মুরগির খাঁচার নীচ থেকে ব্যাগ টানতেই বোমা বিস্ফোরণ, আঙুল উড়ল গৃহস্থের When pulling the bag from under the chicken cage, the bomb exploded 1 injured Nadia: মুরগির খাঁচার নীচ থেকে ব্যাগ টানতেই বোমা বিস্ফোরণ, আঙুল উড়ল গৃহস্থের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/28/6c31624a6b6e26b28aea8a83b3c432ef1672236982937176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নদিয়া: চাকদার (Chakda) নেতাজিবাজারে (Netaji Bazar) বিস্ফোরণ। ঘটনায় আঙুল উড়ল গৃহস্থের । বাড়িতে মুরগির খাঁচার নীচে একটি ব্যাগে বোমা, টানতেই বিস্ফোরণ (Bomb Blast)। বিস্ফোরণে উড়ে গেল গৃহস্থের বাঁ হাতের তিনটে আঙুল। গুরুতর জখম অবস্থায় ভর্তি কল্যাণী জেএনএম হাসপাতালে। কে বা কারা বাড়িতে রেখে গেল বোমা, তদন্ত শুরু করেছে পুলিশ ।
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বোমা-রাজনীতির শিকার নাবালকরা। গত শুক্রবার, বীরভূমের মাড়গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম হয় ৮ বছরের দুই বালক। পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা-বিদ্ধ শৈশব। বীরভূমের মাড়গ্রামের একডালা গ্রামে বোমা ফেটে গুরুতর জখম ৮ বছরের বালকের মৃত্যু হল এসএসকেএম হাসপাতালে।
গত শুক্রবার সকালে মামার বাড়িতে খেলার সময়, বোমা ফেটে গুরুতর জখম হয় দুই মাসতুতো ভাই। দু’জনেরই বয়স ৮। দুই ভাইকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছিল।
শুক্রবার সকালে মামার বাড়িতে খেলার সময়, বোমা ফেটে গুরুতর জখম হয় দুই মাসতুতো ভাই। দু’জনেরই বয়স ৮ । দুই ভাইকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। সেখানেই আজ ভোরে মৃৃৃত্যু হয় এক বালকের। ঘটনার দিনই দুই বালকের দাদু, জামিরুল ইসলামকে গ্রেফতার করে মাড়গ্রাম থানার পুলিশ ।
- এর আগে ২২ নভেম্বর, মালদার মানিকচকে বোমা ফেটে জখম হয় দুই শিশু।
- ১৭ নভেম্বর, দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বোমা ফেটে জখম হয় দুই কিশোর।
- ১৬ নভেম্বর, উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, মামার বাড়িতে বেড়াতে এসে বোমা ফেটে মৃত্যু হয় ৯ বছরের বালিকার।
- এর আগে ২৮ অক্টোবর, সোনারপুরের খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুষ্কৃতীদের মজুত করা বোমার হদিশ পেয়ে যাওয়ায়, ৫ নাবালককে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে।
- এর তিনদিন আগে, ২৫ অক্টোবর, কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মৃত্যু হয় ৭ বছরের এক শিশুর। বিস্ফোরণে হাত উড়ে যায় ১০ বছরের এক বালকের।
আরও পড়ুন: Awas Yojana: উত্তর থেকে দক্ষিণ, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভ জেলায় জেলায়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)