Kolkata News: আজ রাজ্য সফরে রাষ্ট্রপতি, কলকাতার কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ ?
Kolkata Traffic on President visit: রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে সপ্তাহের প্রথম দু’দিন কলকাতার কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে ?
![Kolkata News: আজ রাজ্য সফরে রাষ্ট্রপতি, কলকাতার কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ ? Which roads of Kolkata will be controlled on President Droupadi Murmu s state visit Kolkata News: আজ রাজ্য সফরে রাষ্ট্রপতি, কলকাতার কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/27b841abbc41ab85e08306079136b16d1679901593597484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: দু’দিনের সফরে আজ কলকাতায় এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কালও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে সপ্তাহের প্রথম দু’দিন কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।
আজ বেলা সোয়া ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে উত্তর এবং দক্ষিণমুখী খিদিরপুর রোড, এজেসি বোস রোড, হসপিটাল রোড, এটিএম রোড। বিকল্প পথ সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড, এজেসি বোস উড়ালপুল, পশ্চিমমুখী এজেসি বোস রোড, ডিএল খান রোড এবং শরৎ বোস রোড। দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে উত্তর এবং দক্ষিণমুখী রেড রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউতে গিরিশ পার্ক এবং এসপ্ল্যানেড মোড়, রবীন্দ্র সরণি থেকে সিআর অ্যাভিনিউ পর্যন্ত বিবেকানন্দ রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিট।
বিকল্প রাস্তা মেয়ো রোড, ডাফরিন রোড, আউট্রাম রোড, স্ট্র্যান্ড রোড, জওহরলাল নেহরু রোড, আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট, কলেজ স্ট্রিট, বিধান সরণি, বিডন স্ট্রিট, এপিসি রোড, এজেসি বোস রোড ও গণেশচন্দ্র অ্যাভিনিউ। আজ বিকেল সাড়ে ৪টে থেকে সন্ধে ৬টা ১০ মিনিট পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে রানি রাসমণি অ্যাভিনিউ এবং অকল্যান্ড রোডে। বিকল্প পথ জওহরলাল নেহরু রোড ও কিরণশঙ্কর রায় রোড দিয়ে যান চলাচল করবে।
অপরদিকে, রাষ্ট্রপতির দরবারে দাবি পেশ করতে রাজ্যজুড়ে গণ ই-মেল কর্মসূচি নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। মুখ্যমন্ত্রীকেও গণ-মেল পাঠানো হবে বলে DA-আন্দোলনকারীরা জানিয়েছেন। বকেয়া DA-র দাবিতে শহিদ মিনার চত্বরে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থানে ৫৯ দিন ইতিমধ্যেই পার করেছে। ২৯ মার্চ শহিদ মিনার চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার দায় পুলিশকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন DA-আন্দোলনকারীরা। এই মর্মে বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও বার্তা পাঠানো হবে বলে তাঁরা জানিয়েছেন। একই সঙ্গে আন্দোলনকারীরা জানিয়েছেন, বদলি ও বেতনে-কোপ নিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন।
আরও পড়ুন, 'অভিষেকের নামে কুৎসা করলে, জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে', হুমকি তৃণমূল নেতার
বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মীরা যখন আন্দোলন চালিয়ে যাচ্ছে। তখন আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের অভিযোগ ঘিরে ঘনাচ্ছে বিতর্কের মেঘ। বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে অংশ নিয়েছিলেন, এমন ৬ জন সরকারি কর্মীকে কলকাতা থেকে জঙ্গলমহলের জেলায় বদলি করা হয়েছে। অন্য দিকে, বকেয়া ডিএ-র দাবিতে কর্মবিরতিতে অংশগ্রহণকারীদের তালিকা দিয়ে একদিনের বেতন কাটার নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছে। কর্মীদের তালিকা প্রকাশ করে পাঠানো হল অর্থ দফতরের কাছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)