North 24 Parganas: রবিবার স্কুল খোলা কেন? প্রশ্ন তুলে প্রধান শিক্ষককে শাসানি শাসক নেত্রীর
প্রধান শিক্ষকের সঙ্গে চলল উত্তপ্ত বাক্য বিনিময়। মুচলেকা না দেওয়া পর্যন্ত প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখা হয়। এই নিয়ে উত্তেজনা ছড়াল বাগদার কনিয়াড়া যাদবচন্দ্র হাইস্কুলে।
সমীরণ পাল, বাগদা: DA-ধর্মঘটের জেরে শুক্রবার বন্ধ ছিল স্কুল। তার বদলে রবিবার স্কুল খোলা রাখায় প্রধান শিক্ষকের কাছে কৈফিয়ত তলব। কেন খোলা স্কুল? প্রশ্ন তুলে প্রধান শিক্ষককে শাসানি তৃণমূল নেত্রী ও বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়। প্রধান শিক্ষকের সঙ্গে চলল উত্তপ্ত বাক্য বিনিময়। মুচলেকা না দেওয়া পর্যন্ত প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখা হয়। এই নিয়ে উত্তেজনা ছড়াল বাগদার কনিয়াড়া যাদবচন্দ্র হাইস্কুলে।
কখনও প্রধান শিক্ষককে ধমক, প্রধান শিক্ষকের টেবিল চাপড়ে কার্যত ছুড়ে দেওয়া হল লেটার প্য়াড। কখনও প্রধান শিক্ষকের উদ্দেশ্য়ে কটূক্তি। কখনও আবার প্রধান শিক্ষকের চাকরি কেড়ে নেওয়ার হুমকি। চেয়ারে যিনি বসে আছেন, তিনি উত্তর ২৪ পরগনার বাগদার কনিয়াড়া যাদবচন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক। আর তাঁর সামনে আঙুল উঁচিয়ে ধমক-হুমকি-হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন যিনি, তিনি, তৃণমূল পরিচালিত বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়।
কিন্তু কী কারণে একজন প্রধান শিক্ষককে সবার সামনে এভাবে আক্রমণ করছেন তিনি? বকেয়া DA মেটানোর দাবিতে ধর্মঘটের সমর্থনে শুক্রবার স্কুলে আসেননি প্রধান সহ সহকারী শিক্ষকরা। কিন্তু ১ দিন পঠনপাঠন বন্ধ থাকায়, পড়ুয়াদের ক্ষতি হতে পারে বলে, রবিবার ছুটির দিন ক্লাস করানোর সিদ্ধান্ত নেন শিক্ষকরা। তাঁদের দাবি, পড়ুয়া ও অভিভাবকদের মতামত নিয়েই এই সিদ্ধান্ত। ওই স্কুলের প্রধান শিক্ষক অনুপম সর্দার বলেন, “যেহেতু শুক্রবার বন্ধ ছিল। তাই আজ খোলা। সব টিচাররা প্রেয়ার করে। গতকাল ছেলেমেয়েদের বলা হয় প্রেয়ার লাইনে আজ যদি পড়ানো হয়, পড়ুয়ারা মান্য়তা দেয়।’’
কিন্তু স্কুল পরিচালন সমিতির দাবি, রবিবার স্কুল খোলা রাখার ব্য়াপারে তাঁদের কিছু জানানো হয়নি। নিয়ম বহির্ভূত কাজের অভিযোগ তোলা হয়েছে। আর এর জেরেই রবিবার স্কুলে এসে আক্রমণ করা হয় প্রধান শিক্ষককে। প্রধান শিক্ষক জানিয়েছেন, শুক্রবার স্কুল বন্ধ থাকায়, শিক্ষকরা সিদ্ধান্ত নেন রবিবার ক্লাস নেবেন। এমনকি নিজেদের টাকায় এদিন মিড ডে মিলেরও ব্যবস্থা করেন শিক্ষকরা। শুধু প্রধান শিক্ষকই নন, ধমকির হাত থেকে রেহাই পাননি মিড ডে মিল কর্মীরাও। যদিও তৃণমূল নেত্রী ও ও বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের দাবি, এক্ষেত্রে রবিবার স্কুল খোলা রেখে সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান শিক্ষক।
আরও পড়ুন: North 24 Parganas Weather: চড়া রোদে বাড়ছে অস্বস্তি, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?