Winter Update: রাজ্যজুড়ে পুরোদস্তুর শীতের আমেজ, কালিম্পঙের থেকেও কম পুরুলিয়া, বীরভূমের তাপমাত্রা
পৌষের শেষবেলায় দাপিয়ে ব্যাট করছে শীত। ঠান্ডায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণ, গোটা বাংলা। কুয়াশার চাদর সরিয়ে সূর্যের দেখা মিললেও, উত্তুরে হাওয়ার দাপটে শীতে জবুথবু শহর থেকে জেলা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: শহর থেকে জেলা, ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য। গত ২৪ ঘণ্টায় খানিকটা উর্ধ্বগামী হল পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে পারদ উঠলেও শীতের আমেজ পুরোদস্তুর বজায় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আরও নীচে নামতে পারে তাপমাত্রা।
পৌষের শেষবেলায় দাপিয়ে ব্যাট করছে শীত। ঠান্ডায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণ, গোটা বাংলা। কুয়াশার চাদর সরিয়ে সূর্যের দেখা মিললেও, উত্তুরে হাওয়ার দাপটে শীতে জবুথবু শহর থেকে জেলা। এরই মধ্যে সামান্য় উর্ধ্বমুখী হল পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
জেলাতেও নেমেছে পারদ: কালিম্পঙের থেকেও কম পুরুলিয়া, শ্রীনিকেতনের তাপমাত্রা। পাল্লা দিচ্ছে বর্ধমানও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের সর্তকতা জারি হয়েছে। পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় আগামী ৪৮ ঘণ্টা শৈত্যপ্রবাহের সর্তকতা জারি থাকবে। অন্যদিকে, ঘন কুয়াশার পাশাপাশি ঠান্ডায় কাঁপছে দিল্লি। রাজধানীতে পারদ নেমেছে দেড় ডিগ্রিতে। রাজস্থানের চুরুতে তাপমাত্রা নেমেছে শূন্যে।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের আবহাওয়া: আজ শনিবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে। বাতাসের দূষণের আধিক্য থাকবে। এদিন জেলায় বৃষ্টির কোনও পূ্র্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে। ভোরের দিকে এবং রাতের দিকে তাপমাত্রা দিনের বেলায় তুলনায় অনেকটা কমে যাবে, জেলায় ঠান্ডার অনুভূতি আরও বাড়বে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা হবে ৯ ডিগ্রি সেলসিয়াস। রাতে জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিন UV Index-৪ এর আশেপাশে থাকছে। শনিবার জেলায় হাওয়ার গতিবেগ ১১-১২ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। জেলায় উত্তর-উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া বইবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২৬-২৭ কিলোমিটারের আশেপাশে থাকবে। সূর্যাস্তের পরে তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে (Weather forecast of Purba Medinipur-Digha)। ভোরের দিকে এবং সন্ধের পরে ভালরকম ঠান্ডা অনুভূত হবে এলাকায়।
উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।