Weather Update: কাল থেকে আবহাওয়ার বড় বদল, সপ্তাহান্তেই শীতের শুরু বঙ্গে
Winter Forecast: বাধা কাটলেই ঢুকতে শুরু করবে উত্তুরে হাওয়া। উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সপ্তাহান্তে হাওয়া বদল। কাল থেকেই পারদ পতন। রাজ্যজুড়ে শীতের আমেজ। আগামী ৪-৫ দিন ৩-৪ ডিগ্রি নামবে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটলেই ঢুকতে শুরু করবে উত্তুরে হাওয়া। উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। দার্জিলিঙের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে। সঙ্গে উত্তর ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর তামিলনাডু উপকূলে নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত। কেরল উপকূলে দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশে। শুক্রবার থেকেই নামবে তাপমাত্রা। পশ্চিমের জেলায় পারদ পতন একটু বেশি। আগামী পাঁচ দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। শ্রীনিকেতনে ১৭ ডিগ্রি সেলসিয়াসে পারদ। পুরুলিয়াতে ১৬ ডিগ্রি সেলসিয়াসে পারদ। আগামী দু-তিন দিনে আরো কিছুটা নামবে তাপমাত্রা।
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা। পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। তবে সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দুদিন ঘন কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে। মূলত শুষ্ক আবহাওয়া। দার্জিলিঙের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতার আবহাওয়া: উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নামতে পারে। সপ্তাহান্তে শীতের আমেজ শুরু হবে; পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কাল থেকে নামবে পারদ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। শুষ্ক আবহাওয়া; বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৯৩ শতাংশ।
ভিনরাজ্যের আবহাওয়া: ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ু পন্ডিচেরিতে। কেরল ও মাহেতে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা, ইয়ানাম ও দক্ষিণ কর্ণাটকে। ঘন কুয়াশার দাপট পাঞ্জাব হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান ও হিমাচল প্রদেশে। পাঞ্জাব ও হিমাচল প্রদেশে কুয়াশার দাপট বেশি থাকবে। ঘন কুয়াশার দাপট সিকিম বিহার ঝাড়খন্ড এবং উত্তরবঙ্গে। হালকা ও মাঝারি কুয়াশা দাপট অসম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা রাজ্যে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।