Tarakeswar News: চোর সন্দেহে মহিলাকে পোস্টে বেঁধে হেনস্থা, উত্তেজনা তারকেশ্বরে
Woman Allegedly Harassed: চোর সন্দেহে ভিক্ষা করতে আসা একজন মহিলার হাত পোস্টের সঙ্গে হেনস্থা করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের সন্তোষপুর পঞ্চায়েতের চাঁদুর এলাকায়।
সোমনাথ মিত্র, তারকেশ্বর: চোর সন্দেহে একজন মহিলার হাত পোস্টের সঙ্গে বেঁধে রেখে হেনস্থার ঘটনায় উত্তেজনা ছড়াল হুগলি জেলার তারকেশ্বরে (Tarakeswar News)। পরে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় তারকেশ্বর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার তারকেশ্বরের সন্তোষপুর পঞ্চায়েতের চাঁদুর এলাকায় একজন মহিলা একটি নাবালককে নিয়ে ভিক্ষা করছিলেন। গ্রামবাসীদের অভিযোগ , চাঁদুর এলাকার ভাণ্ডারী পাড়ায় একটি বাড়িতে ঢুকে টাকা, কলসি ও সরকারি নথি চুরি করে চম্পট দেন ওই মহিলা। খবরটি ছড়িয়ে পড়তেই ওই মহিলাকে খোঁজাখুঁজি শুরু করে দেয় গ্রামবাসীরা। এরপর তাঁকে ধরে এনে চাঁদুর এলাকায় একটি পোস্টের সঙ্গে হাত বেঁধে রাখা হয় বলে অভিযোগ। এমনকী চুরি যাওয়া জিনিস উদ্ধারের জন্য জিজ্ঞাসাবাদের নামে ওই মহিলাকে হেনস্থা করা হয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় বাসিন্দা মানসী ভাণ্ডারী বলেন, আমি কাপড় ধুচ্ছিলাম। সেই সময় ওই মহিলা তাঁর ছেলেকে নিয়ে ঘরে ঢুকে টাকা, কলসি,ব্যাগ ও সরকারি নথি নিয়ে পালায়। আমরা ওর পিছনে সবাই ছুটে গিয়ে ধরি। কলসি উদ্ধার হয়েছে ও ব্যাগ পেয়েছি। তবে সরকারি নথি কিছু উদ্ধার হয়েছে আর কিছু পাইনি।
আরেক বাসিন্দা সঞ্জীব জানা বলেন, ওই মহিলা ভিক্ষা করতে এসে বাড়ি থেকে চুরি করে পালাচ্ছিলেন। আমরা তখন মাঠে কাজ করছিলাম। সবাই খুঁজতে বেরিয়েছিল। পরে ওনাকে ধরে আনা হয়।
এপ্রসঙ্গে সন্তোষপুর গ্ৰাম পঞ্চায়েত প্রধান রাজ কুমার সাঁতরা বলেন, " ঘটনাটির সময় আমি পঞ্চায়েতে ছিলাম। গ্ৰাম থেকে খবর যায় এক মহিলা কলসি চুরি করেছে। আমি খবর পেয়ে ছুটে আসি। ঘটনাস্থলে এসে দেখি প্রচুর মানুষের ভিড়। তাঁদের মারধর করতে বারণ করা হয়। পরে ওই মহিলাকে উদ্ধার করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।"
হুগলী জেলা গ্ৰামীণের পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, "এক মহিলাকে চোর সন্দেহে ধরে রাখা হয়েছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে। তবে মারধরের কোনও ঘটনা ঘটেনি। চুরির অভিযোগের বিষয়ে মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।