Woman Death: চিকিৎসা করাতে এসে শহরে খুন বিহারের তরুণী, নেপথ্যে পরিচিত কেউ? এখনও অধরা অভিযুক্তরা
Entally: কিন্তু কী কারণে এই খুন? তদন্তে এন্টালি থানা ও লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ। ৩ অভিযুক্তর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। অভিযুক্তরা পলাতক।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বিহার (Bihar) থেকে চিকিৎসা (Treatment) করাতে এসে এন্টালিতে (Entally) খুন হলেন তরুণী। শিয়ালদা স্টেশনের (Sealdah Station) সামনে রেলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার হল তরুণীর গলা কাটা দেহ। ৩ পরিচিতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। তবে অভিযুক্তরা এখনও অধরা।
শহরে খুন বিহারের তরুণী
কলকাতায় চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে ফিরে যাবেন নিজের রাজ্যে। সেই জন্যই বিহার থেকে কলকাতায় এসেছিলেন। কিন্তু বাড়ি আর ফেরা হল না। এন্টালিতে রেলের পরিত্যক্ত কোয়ার্টারে খুন হয়ে গেলেন সেই ১৮ বছরের তরুণী।
খুনের নেপথ্যে কি পরিচিত কেউ? মৃতার এক আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার এন্টালি থানার শিয়ালদা স্টেশন সংলগ্ন রেলের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে গলা কাটা দেহ উদ্ধার হয় অঞ্জলি কুমারী নামে ১৮ বছরের এক তরুণীর। তিনি বিহারের মধুবনির বাসিন্দা।
পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি কলকাতায় এসে শিয়ালদা স্টেশন সংলগ্ন রেলের একটি পরিত্যক্ত কোয়ার্টারে এক আত্মীয়ের বাড়িতে ওঠেন তরুণী। সোমবার সেখানেই খুন হন তিনি। চিত্তরঞ্জন কুমার নামে মৃত তরুণীর এক আত্মীয়ের অভিযোগ, ঘটনায় হাত রয়েছে ৩ পরিচিত ব্যক্তির।
কিন্তু কী কারণে এই খুন? তদন্তে এন্টালি থানা ও লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ। ৩ অভিযুক্তর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। অভিযুক্তরা পলাতক।
আরও পড়ুন: Mithun Chakrabarti: 'তৃণমূলের বিধায়ক, সাংসদরা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন ', ফের বিস্ফোরক মিঠুন
অন্যদিকে, কাজের খোঁজে পাঞ্জাব থেকে এই রাজ্যে এসেও প্রাণ খোয়াতে হল এক ব্যক্তিকে। লকডাউনের পর পশ্চিমবঙ্গে আসেন চাকরির খোঁজে ওই ব্যক্তি। অভিযোগ তাঁকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। এরপর জেলবন্দি অবস্থায় শারীরিক অত্যাচারও করা হয় বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির।