Job News: জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করতে চলেছে এয়ারপোর্ট অথরিটি, কবে পর্যন্ত আবেদন করা যাবে?
Jobs And Recruitments: আগ্রহী এবং যোগ্য আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন aai.aero- এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

Job News: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করতে চলেছে। ২৮ অগস্ট, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে আবেদন প্রক্রিয়া। আগ্রহী এবং যোগ্য আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন aai.aero- এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে জেনে নিন বিশদে
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় জুনিয়র এক্সিকিউটিভ পদে যুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের ৩০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। অন্যদিকে, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম, শিক্ষানবিশ (যাঁরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আওতায় এক বছর সফলভাবে অ্যাপ্রেন্টিসশিপ করেছেন), মহিলা আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। এই অ্যাপ্লিকেশন ফি অনলাইন মাধ্যমেই জবা দিতে হবে। ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে।
কীভাবে আবেদন করবেন, দেখে নিন
- প্রথমে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট, aai.aero- এই অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে আবেদনকারীদের।
- হোম পেজে একটি লিঙ্ক পাবেন। সেখানে ক্লিক করতে হবে। তাহলে AAI Junior Executive Recruitment 2025- এর জন্য রেজিস্টার করা যাবে।
- এরপর যাবতীয় তথ্য বিশদে দিতে হবে রেজিস্টার করার জন্য। তারপর আবেদনকারী নিজের অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবেন।
- এবার ভালভাবে দেখেশুনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল-আপ করে, যাবতীয় প্রয়োজনীয় নথি দিয়ে এবং অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
- শেষে একবার অ্যাপ্লিকেশন ফি রিভিউ করে নিন এবং সাবমিট করুন। সুবিধার জন্য কনফার্মেশন পেজ ডাউনলোড করে রাখুন। একটা প্রিন্ট-আউটও করে রাখতে পারেন।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে, জেনে নিন
আবেদনকারীদের GATE স্কোরের ভিত্তিতে যোগ্যদের নির্বাচন করা হবে। GATE ২০২৩, GATE ২০২৪, GATE ২০২৫- এর স্কোর অনুযায়ী যোগ্যদের বেছে নেওয়া হবে। কেবলমাত্র সেইসব প্রার্থী, যারা সকল দিক থেকে যোগ্য এবং GATE 2023 বা GATE 2024 বা GATE 2025-তে প্রাসঙ্গিক পরীক্ষার প্রশ্নপত্রে উত্তীর্ণ হয়েছেন এবং AAI-এর পোর্টালে তাদের অ্যাপ্লিকেশন যোগ করেছেন, তাদের AAI-তে পরবর্তী নির্বাচন প্রক্রিয়ার জন্য বিবেচনা করা হবে।
কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন বিস্তারিত
১। জুনিয়র এক্সিকিউটিভ (আর্কিটেকচার) - ১১টি শূন্যপদ
২। জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং - সিভিল) - ১৯৯টি শূন্যপদ
৩। জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং - ইলেকট্রিকাল) - ২০৮টি শূন্যপদ
৪। জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স) - ৫২৭টি শূন্যপদ
৫। জুনিয়র এক্সিকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি) - ৩১টি শূন্যপদ
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















