Metro Rail Recruitment: মেট্রো রেলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানেন আবেদনের শেষ তারিখ ?
Metro Rail Recruitment 2021: সব মিলিয়ে ১৯টি পদে হবে নিয়োগ।নিচে দেওয়া হল সেই পদগুলির তালিকা।উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অনলাইনে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের।
Jobs In Metro Rail: মেট্রো রেলে বহু পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অনলাইনে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের। জেনে নিন আবেদনের শেষ তারিখ।
Metro Rail Recruitment 2021: ইঞ্জিনিয়ার , আর্কিটেকচার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডে (BMRCL)। এই পদে অভিজ্ঞতা সম্পন্ন চাকরিপ্রার্থীদের নিয়োগ করবে কর্তৃপক্ষ। এই বিষয়ে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে চাকরিপ্রার্থীদের আগামী ১৭ জানুয়ারির মধ্যে অফিশিয়াল ওয়েবসাইটে আবদেন করতে হবে।
Bangalore Metro Rail Corporation Limited Jobs: কোন পদে কত নিয়োগ
সব মিলিয়ে ১৯টি পদে হবে নিয়োগ। নিচে দেওয়া হল সেই পদগুলির তালিকা।
CHIEF ENGINEER (Designs- Viaduct & Elevated stations) – 01
ADDITIONAL CHIEF ENGINEER/ DEPUTY CHIEF ENGINEER (Designs Viaduct &
Elevated stations) – 02
DEPUTY GENERAL MANAGER (ARCH) – 01
EXECUTIVE ENGINEER DESIGN (Viaduct & Elevated Stations) – 02
MANAGER (ARCH) – 01
DEPUTY MANAGER (ARCH) – 02
ASSISTANT EXECUTIVE ENGINEER, DESING (Viaduct & Elevated Stations) – 02
ASSISTANT ENGINEER – DESIGN (Viaduct & Elevated Stations) – 03
SECTION ENGINEER (ARCH) – 02
SECTION ENGINEER (DESIGN) – 03
Bangalore Metro Rail Corporation Limited Jobs : শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের B.E/ B.Tech/ B.Arch ছাড়াও ডিপ্লোমা ইন আর্কিটেকচারের যোগ্যতা থাকা আবশ্যিক। এর সঙ্গে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেবে কর্তৃপক্ষ। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীকে BMRCL-এর অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
Metro Rail Recruitment 2021: কীভাবে হবে প্রার্থী বাছাই ?
এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আবেদনের ভিত্তিতে একটি তালিকা বাছাই করা হবে। সেখান থেকে নির্দিষ্ট দিনে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হবে চাকরিপ্রার্থীদের। এই বিষয়ে যাবতীয় তথ্য কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট Bangalore Metro Rail Corporation Limited (BMRCL) — https://english.bmrc.co.in -এ জানিয়ে দেওয়া হবে।
BMRCL Recruitment 2021: কীভাবে আবেদন করবেন ?
চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদনের পূরণ করা ফর্মের এক প্রিন্ট আউট বের করতে হবে। সেই প্রিন্ট আউটের কপি আগামী ১৭ জানুয়ারির মধ্যে General Manager (HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H. Road, Shanthinagar, Bengaluru 560027 এই ঠিকানায় পাঠাতে হবে। আবদেনের খামের ওপর চাকরিপ্রার্থী কোন পদে আবেদন করছেন তা লিখে দিতে হবে।
Official website of Bangalore Metro Rail Corporation Limited (BMRCL) — https://english.bmrc.co.in
Education Loan Information:
Calculate Education Loan EMI