BEL Recruitment 2021: ৫১১ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করবে ভারত ইলেকট্রনিক্স, ১৫ অগাস্ট আবেদনের শেষ তারিখ
কোম্পানির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। ইভিএম প্রোডাকশন, মিলিটারি রাডার ছাড়াও মিলিটারি কমিউনিকেশনের সরঞ্জাম তৈরিতে নিয়োগ করা হবে বাছাই প্রার্থীদের।
নয়াদিল্লি: ইঞ্জিনিয়ারদের জন্য সুখবর।ট্রেনি ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে প্রচুর লোক নিয়োগ করবে ভারত ইলেকট্রনিক্স Bharat Electronics Limited (BEL)। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আগামী ১৫ অগাস্টের মধ্যে আবেদন করতে হবে।
কোম্পানির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। ইভিএম প্রোডাকশন, মিলিটারি রাডার ছাড়াও মিলিটারি কমিউনিকেশনের সরঞ্জাম তৈরিতে নিয়োগ করা হবে বাছাই প্রার্থীদের। উপযুক্ত যোগ্যতা বা চাকরির বিষয়ে বিশদে জানতে ভারত ইলেকট্রনিক্সের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীকে।
চাকরির সারাংশ
ট্রেনি ইঞ্জিনিয়ার-৩০৮ পদ
শিক্ষাগত যোগ্যতা- কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে BE/B.Tech ইঞ্জিনিয়ারিং ৪ বছরের কোর্স উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীকে। আবেদনকারীদের ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/টেলিকমিউনিকেশন/কমিউনিকেশন/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কোর্স কমপ্লিট থাকতে হবে। জেনারেল, ওবিসি, ইডব্লুএস প্রার্থীদের অবশ্যই এই কোর্সে ফার্স্ট ক্লাস নম্বর থাকতে হবে। তবে এসসি, এসটি, পিডব্লুডি প্রার্থীদের ক্ষেত্রে উপরের যেকোনও বিষয়ের ওপর পাস সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন তাঁরা।
বয়স সীমা- ০১.০৮.২০২১ সালের মধ্যে চাকরিপ্রার্থীর বয়স ২৫ বছরের বেশি হলে বাতিল বলে গণ্য হবে।
প্রজেক্ট ইঞ্জিনিয়ার-২০৩ পদ
শিক্ষাগত যোগ্যতা- এই ক্ষেত্রে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪ বছরের BE/B.Tech ইঞ্জিনিয়ারিং স্তর উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীকে।আবেদনকারীদের ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/টেলিকমিউনিকেশন/কমিউনিকেশন/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কোর্স কম্প্লিট থাকতে হবে।জেনারেল, ওবিসি, ইডব্লুএস প্রার্থীদের অবশ্যই এই কোর্সে ফার্স্ট ক্লাস নম্বর থাকতে হবে। তবে এসসি, এসটি, পিডব্লুডি প্রার্থীদের ক্ষেত্রে উপরের যেকোনও বিষয়ের ওপর পাস সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন তাঁরা।
বয়স সীমা- ০১.০৮.২০২১ সালের মধ্যে চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছরের বেশি হলে হবে না।তবে দুই পদের ক্ষেত্রেই সরকারি নিয়ম মেনে অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে বয়স সীমা শিথিল করা হয়েছে।
প্রার্থী বাছাই- অনলাইনে একবার আবেদনের পর বাছাই প্রার্থীদের নাম ভারত ইলেকট্রনিক্সের অফিশিয়াল ওয়েবসাইটে https://www.bel-india.in দিয়ে দেওয়া হবে। পরবর্তীকালে বাছাই আবেদনকারীদের কোম্পানির বেঙ্গালুরু কমপ্লেক্সে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিন ও সময় ওয়োবসাইটেই জানিয়ে দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন ?
আগামী ১৫ অগাস্টের মধ্যে অনলাইনে ভারত ইলেকট্রনিক্সের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। উপযুক্ত প্রামাণ্য নথি জমা দিয়ে রেজিস্ট্রেশন স্লিপ রাখতে হবে নিজের কাছে।Official website of Bharat Electronics Limited (BEL) https://www.bel-india.in
Education Loan Information:
Calculate Education Loan EMI