Recruitment News: বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে নিয়োগ হবে জুনিয়র ক্লার্ক, ৬৩ হাজার পর্যন্ত মিলবে বেতন
BHU Recruitment: অনলাইনে এই পদের জন্য আবেদন করেই প্রক্রিয়া শেষ নয়। সেই আবেদনপত্রের হার্ডকপি সমস্ত সংশ্লিষ্ট নথি সহ জমা করতে হবে সংস্থার অফিসে ২২ এপ্রিলের মধ্যে।

BHU Recruitment 2025: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে জুনিয়র ক্লার্ক পদে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। গ্রুপ সি-র অধীনে (Junior Clerk Recruitment) এই জুনিয়র ক্লার্ক পদের জন্য আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Recruitment News) গিয়ে এই পদের জন্য আবেদন করতে পারেন। আগামী ১৭ এপ্রিলের মধ্যে এই পদের জন্য অনলাইনে আবেদন এবং আবেদনের ফি জমা করতে হবে।
অনলাইনে এই পদের জন্য আবেদন করেই প্রক্রিয়া শেষ নয়। সেই আবেদনপত্রের হার্ডকপি সমস্ত সংশ্লিষ্ট নথি সহ জমা করতে হবে সংস্থার অফিসে ২২ এপ্রিলের মধ্যে। নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে এই আবেদনপত্র ও সমস্ত নথি পাঠাতে হবে আপনাকে।
এই নিয়োগের মাধ্যমে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে মোট ১৯৯ জন জুনিয়র ক্লার্ক নিয়োগ করা হবে। বিভিন্ন বিভাগে এই নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের লেভেল ২ অনুসারে মাসিক ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এই পদের জন্য আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬ মাসের একটি কম্পিউটার কোর্স করতে হবে। অথবা কারও যদি AICTE স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিপ্লোমা করা থাকে, তাহলেও প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবেন।
প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং টেস্ট দিতে হবে প্রার্থীদের। নির্বাচনী পরীক্ষা হবে এটি। প্রতি মিনিটে ইংরেজির ৩০টি করে শব্দ এবং হিন্দির ২৫টি করে শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে আপনার।
অসংরক্ষিত প্রার্থীদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এসসি বা এসটি প্রার্থীদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। আর ওবিসি ক্যাটাগরির জন্য বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।
এর জন্য প্রার্থীকে ৫০০ টাকা আবেদনের ফি হিসেবে জমা দিতে হবে। এই আবেদনের ফি যদিও সংরক্ষিত প্রার্থীদের কাউকেই দিতে হবে না। অনলাইনে এই ফি জমা করতে হবে বাধ্যতামূলকভাবে। প্রার্থী নির্বাচনের মধ্যে লিখিত পরীক্ষা, কম্পিউটার দক্ষতা নির্ণায়ক পরীক্ষা রয়েছে। অনেকগুলি রাউন্ডে পরীক্ষা নেওয়ার পরেই প্রার্থী নির্বাচন চূড়ান্ত করা হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















