Govt Jobs: এই বছরেই ১২ লক্ষ সরকারি চাকরি দেওয়া হবে যোগ্য প্রার্থীদের, বড় ঘোষণা এই রাজ্যে
Bihar Govt Jobs: ২০২৫ সালের মধ্যেই ১২ লক্ষ সরকারি চাকরি (Govt Jobs) দেওয়া হবে এবং এই বছরের মধ্যে আরও ৩৪ লক্ষ কর্মসংস্থান তৈরি করা হবে রাজ্যের যুবক-তরুণদের জন্য।

Job News: সরকারি চাকরি পাওয়া অনেকেরই একটা স্বপ্ন থাকে। এবারে পড়শি রাজ্যেই সরকারি চাকরি নিয়ে বড় ঘোষণা হল। বিহারে বিপুল সরকারি চাকরি দেওয়া হবে এই বছরেই। বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান রবিবার (Job News) ঘোষণা করেন যে এই বছর অর্থাৎ ২০২৫ সালের মধ্যেই ১২ লক্ষ সরকারি চাকরি (Govt Jobs) দেওয়া হবে এবং এই বছরের মধ্যে আরও ৩৪ লক্ষ কর্মসংস্থান তৈরি করা হবে রাজ্যের যুবক-তরুণদের জন্য।
পাটনায় গান্ধী ময়দানে জাতীয় পতাকা উত্তোলনের পরে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, আইনের শাসন বজায় রাখা রাজ্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। রাজ্যে এখনও পর্যন্ত ৯ লক্ষ মানুষকে সরকারি চাকরি দিয়েছে সরকার, ২৪ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন যে, বিহার সরকার এই বছর অর্থাৎ ২০২৫ শেষ হওয়ার আগেই ১২ লক্ষ সরকারি চাকরি দেবে এবং যুবকদের জন্য ৩৪ লক্ষ কর্মসংস্থান তৈরি করবে। রাজ্য সরকার এই বিষয়ে কাজ করে চলেছে বলেই আশ্বাস দেন তিনি। এমনকী রাজ্যপাল এও জানান যে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। আইনশৃঙ্খলার উন্নতির জন্য পুলিশ বাহিনীর শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এমনকী রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়ানোর জন্যও চেষ্টা করবে রাজ্য।
নারীর ক্ষমতায়নের উপরে জোর দিয়েছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। নারীর কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্যে, এমনটাই জানিয়েছেন। বর্তমানে বিহারে রাজ্য পুলিশ ফোর্সে মহিলাদের সংখ্যা প্রায় ৩০ হাজার। দেশের মধ্যেই এই সংখ্যা সবথেকে বেশি। ২০১৬ সাল থেকে সরকারি চাকরিতে বিহারে মহিলাদের ৩৫ শতাংশ সংরক্ষণ দেওয়া হচ্ছে। গ্রামীণ এলাকায় ১০.৬১ লক্ষ স্বনিযুক্তি গ্রুপ কাজ করছে, ১.৩১ কোটি মহিলা এই গ্রুপের সঙ্গে জড়িত আছেন। এমনকী এখন শহরাঞ্চলেও এই গ্রুপ তৈরি করা হচ্ছে।
ভারতীয় রেলে চাকরির সুযোগ
ইস্ট-সেন্ট্রাল রেলওয়েতে চাকরির সুযোগ। শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস পদে হবে নিয়োগ। যোগ্য আবেদনকারীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট rrcecr.gov.in-এর মাধ্যমে আবেদন কমা দেওয়া যাবে। মোট ১১৫৪টি শূন্যপদ রয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন: Donald Trump: 'আমেরিকার ক্ষতি চাইলে...' বিপুল কর চাপানো হবে ভারতের উপরে ! হুমকি দিচ্ছেন ট্রাম্প ?
Education Loan Information:
Calculate Education Loan EMI






















