BPSC Exam: পরীক্ষাকেন্দ্রে ঢুকে জোর করে কেড়ে নেওয়া হচ্ছে প্রশ্নপত্র ! এই সরকারি চাকরির পরীক্ষা নিয়ে ফের শুরু বিতর্ক
BPSC Controversy Row: এই ঘটনা ঘটেছে পরীক্ষায় ৪০-৪৫ মিনিট দেরি করে প্রশ্নপত্র দেওয়ার কারণে। আর এর মধ্যে থেকেই প্রশ্ন ফাঁসের সন্দেহ দানা বাঁধে এবং তা নিয়েই উত্তেজনা ছড়ায়।
পাটনা: শুক্রবার পাটনায় বাপু এক্সামিনেশন সেন্টারের একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়ে পড়েছে নেটদুনিয়ায়। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, ৭০তম ইন্টিগ্রেটেড কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম (ICCE) পরীক্ষার জন্য সেই বাপু এক্সামিনেশন সেন্টারে ৩০০-৪০০ পরীক্ষার্থী উপস্থিত হয়েছিলেন। এই পরীক্ষা মূলত বিহার পাবলিক সার্ভিস কমিশন (BPSC Exam) আয়োজন করে থাকে। এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পরীক্ষাকেন্দ্রে বাইরের বেশ কিছু লোক ঢুকে পরীক্ষার্থীদের থেকে প্রশ্নপত্র কেড়ে নিয়ে, প্রশ্নপত্র ছিঁড়ে দিচ্ছে। এমনকী পরীক্ষার্থীদের বেঞ্চ থেকে প্রশ্নপত্র টেনে কেড়ে নেওয়া হচ্ছিল।
এই ঘটনা ঘটেছে পরীক্ষায় ৪০-৪৫ মিনিট দেরি করে প্রশ্নপত্র দেওয়ার কারণে। আর এর মধ্যে থেকেই প্রশ্ন ফাঁসের সন্দেহ দানা বাঁধে এবং তা নিয়েই উত্তেজনা ছড়ায়। আধিকারিকরা স্পষ্ট জানিয়েছিলেন যে এই দেরির জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হবে। কিন্তু তারপরেও বেশ কিছু ছাত্র এই ঘটনা নিয়ে ঝামেলা করতে শুরু করে। কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে, বেশ কিছু পরীক্ষার্থী অন্যদের কাছ থেকে জোর করে পরীক্ষার প্রশ্নপত্র ছিনিয়ে নিয়েছিল। অন্যরা আবার অনেকে তাদের সঙ্গে বাইরে বেরিয়ে গিয়েছিল। আর সেই প্রশ্নপত্র বাইরে অপেক্ষারত পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছিল। ক্রমে ঘটনাটা আরও সঙ্গীন হয়ে গিয়েছে। এমনকী পরীক্ষার্থীরা অ্যাটেন্ডেন্স শিটও ছিঁড়ে দিচ্ছিলেন। পরীক্ষার আধিকারিকরা জানিয়েছেন যে, কেন পরীক্ষার্থীদের রুমেই তাদের সিল করা প্রশ্নপত্র খোলা হয়নি। একইসঙ্গে তারা দাবি করেছিলেন যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কর্তৃপক্ষ এই বিষয়ে পুলিশে অভিযোগও দায়ের করেছে, তদন্ত চলছে এই বিষয়ে।
বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার্থীরা এদিন শুক্রবার পাটনার বাপু এক্সামিনেশন সেন্টারের বাইরে পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ ছিল যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেই কারণেই বিলম্ব হচ্ছে প্রশ্ন বিতরণে। গ্রুপ এ ও গ্রুপ বি পদের জন্য শুক্রবার বিপিএসসি এই পরীক্ষা আয়োজন করেছিল যেখানে মোট ৫৬৭৪ জন পরীক্ষার্থী ছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: Viral News: শীতের স্নান থেকে রক্ষে! এই ওয়াশিং মেশিনে ঢুকলেই ১৫ মিনিটে হয়ে যাবে কাজ!
Education Loan Information:
Calculate Education Loan EMI