CBSE Exam: একটা পরীক্ষা কারো পরিচয় নয়, CBSE-র ফলাফল বেরোনোর পর আর কী বলে মনোবল বাড়ালেন মোদি ?
Narendra Modi on CBSE Exam Warriors: সফল পরীক্ষার্থীদের প্রশংসা করার পাশাপাশি অকৃতকার্য পরীক্ষার্থীদের মনোবল (CBSE Exam) বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এক্স পোস্টে কী লেখেন মোদি ?

Narendra Modi: মঙ্গলবার ১৩ মে প্রকাশ পেয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল। আর এই ফলাফল প্রকাশের পরে দেখা গিয়েছে বহু ছাত্র-ছাত্রী যেমন সফল হয়েছেন, তেমনি আরও বহু ছাত্র-ছাত্রী অকৃতকার্য হয়েছেন। তবে সফল পরীক্ষার্থীদের প্রশংসা করার পাশাপাশি অকৃতকার্য পরীক্ষার্থীদের মনোবল (CBSE Exam) বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার একটি এক্স পোস্টে মোদি সকল সিবিএসই পরীক্ষার্থীদের (Narendra Modi) উদ্দেশ্যে লেখেন যে এই একটা পরীক্ষা কারো পরিচয় নয়। তাদের জোর, তাদের ক্ষমতা এই মার্কশিটের থেকেও অনেক বেশি।
এদিন এক্স পোস্টে নরেন্দ্র মোদি (Narendra Modi) সমস্ত সফল উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে লেখেন, 'সিবিএসইর দ্বাদশ ও দশম পরীক্ষায় উত্তীর্ণ সকল সফল পরীক্ষার্থীদের জন্য অনেক অভিনন্দন, এটা তোমাদের একনিষ্ঠা, নিয়মানুবর্তিতা আর কঠোর পরিশ্রমের ফলাফল। আজকের দিনে এই সাফল্যের জন্য তোমাদের অভিভাবক, শিক্ষক এবং অন্যান্য সকলের অবদানকে স্বীকৃতি দেওয়ার দিন।'
আর একইসঙ্গে তিনি আরেকটি এক্স পোস্টে লেখেন, 'পরীক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্য যেন জীবনের আগামী প্রতিটি সুযোগে হয়, এই আশা করি। যারা তাদের ফলাফল দেখে অতটাও খুশি হওনি, কিছুটা হতাশ হয়েছ, আমি তাদের বলব একটি পরীক্ষা কখনও আপনাকে সংজ্ঞায়িত করতে পারে না। তোমার যাত্রাপথ অনেক বড় এবং এই একটি পরীক্ষাই কেবল তোমার পরিচয় হতে পারে না। তোমার শক্তি এই মার্কশিটের থেকেও অনেক বেশি। আত্মবিশ্বাসী থাকো, কৌতূহলী থাকো, দারুণ কিছু তোমার জন্য অপেক্ষা করছে।'
এই বছর সিবিএসই-র দশম পরীক্ষায় (CBSE Exam Results) পাশের হার ৯৩ শতাংশ এবং দ্বাদশের পরীক্ষায় পাশের হার ৮৮.৩৯ শতাংশ। দুই পরীক্ষাতেই ছেলেদের পিছনে ফেলে দিয়েছে মেয়েরা। দ্বাদশের পরীক্ষায় পাশের হারে ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে ৫.৯৪ শতাংশ। আর দশমের পরীক্ষায় ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে ২.৩৪ শতাংশ। এই বছর সিবিএসইর দ্বাদশের পরীক্ষায় ১৬ লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪ লক্ষ। দ্বাদশের ফলের ভিত্তিতে সবথেকে বেশি পাশের হার রয়েছে তিরুবন্তপুরমে আর দশমের ক্ষেত্রে ত্রিবান্দ্রমে রয়েছে সবথেকে বেশি পাশের হার।
২০২৫ সালে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল সিবিএসইর দশম ও দ্বাদশের পরীক্ষা। তারপর ১৮ মার্চ ও ৪ এপ্রিলে যথাক্রমে এই দুই পরীক্ষা শেষ হয়।
Education Loan Information:
Calculate Education Loan EMI




















