CBSE 12th Result 2023: শীঘ্রই প্রকাশিত হবে সিবিএসই দশম, দ্বাদশ শ্রেণির ফল,কোথায়- কীভাবে দেখবেন রেজাল্ট ?
Education News: অপেক্ষার সময় শেষ হতে চলেছে। শীঘ্রই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করবে।
Education News: অপেক্ষার সময় শেষ হতে চলেছে। শীঘ্রই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করবে। cbse.nic.in ও cbseresuts.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। CBSE ফলাফল অন্যান্য ওয়েবসাইট ও DigiLocker-এ পাওয়া যাবে।
সেই ক্ষেত্রে ফলাফল জানতে শিক্ষার্থীদের রোল নম্বর, স্কুল নম্বর, জন্ম তারিখ ও অ্যাডমিট কার্ডের আইডি দিতে হবে। CBSE ১০ ও 12 শ্রেণি উভয়ের ফলাফল একই দিনে ঘোষণা হবে বলে আশা করা হচ্ছে। গত বছরের মতো ঘোষণার তারিখ ও সময় যথাসময়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রকাশ করা হবে।
CBSE ১৪ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ ও ৫ এপ্রিল পর্যন্ত ২০২৩ সালের জন্য যথাক্রমে ক্লাস ১০ ও ক্লাস ১২-এর বোর্ড পরীক্ষা পরিচালনা করেছিল। ক্লাস ১০ এর চূড়ান্ত পরীক্ষা ৭৬ টি বিষয়ের ওপর হয়েছিল। পাশাপাশি ১২ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা ১১৫ টি বিষয়ের ওপর নেওয়া হয়েছিল। এবারের পরীক্ষায় র্লাস ১০-এর ২১,৮৬,৯৪০ ছাত্র ও ক্লাস ১২-এর ১৬,৯৬,৭৭০ জন ছাত্র সহ মোট ৩৮,৮৩,৭১০ জন শিক্ষার্থী বোর্ডের পরীক্ষায় বসেছিল। ফলাফল ঘোষণা করা হলে, শিক্ষার্থীরা কেবলমাত্র অনলাইনে দেখতে পারবে। মার্কশিট ও সার্টিফিকেটের ফিজিক্যাল কপি স্কুলগুলি পরবর্তীকালে দিয়ে দেবে।
CBSE বোর্ডের ফলাফল 2023 ওয়েবসাইট:
cbseresults.nic.in
results.cbse.nic.in
cbse.nic.in
cbse.gov.in
সিবিএসই ফলাফল 2023: কীভাবে এসএমএস চেক করবেন
দশম শ্রেণির ফলাফলের জন্য শিক্ষার্থীরা মোবাইল নম্বর 7738299899 এ "cbse10" টেক্সট সহ একটি SMS পাঠাতে পারে। একইভাবে দ্বাদশ শ্রেণির ফলাফলের জন্য শিক্ষার্থীরা "cbse12" একই নম্বর 7738299899-তে একটি SMS করতে পারে।
সিবিএসই বোর্ডের ফলাফল 2023: রেজাল্ট দেখার পদক্ষেপ
ফলাফল পরীক্ষা করার জন্য শিক্ষার্থীদের নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:
1: CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in-এ যান।
2: CBSE বোর্ডের ফলাফল 2023 লিঙ্কে ক্লিক করুন।
3: রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর লিখুন ও সাবমিটে ক্লিক করুন।
4: ক্লাস 10, 12 এর ফলাফল স্ক্রিনে দেখা যাবে।
5: ফলাফল পরীক্ষা করুন ও পৃষ্ঠাটি ডাউনলোড করুন।
Class 12
আরও পড়ুন : UP BOARD 12TH RESULT 2023 | UPMSP INTER RESULT DECLARED, CHECK ON ABP LIVE
Education Loan Information:
Calculate Education Loan EMI