(Source: ECI/ABP News/ABP Majha)
CBSE Class 12 Exam Date: সিবিএসই দ্বাদশের পরীক্ষার দিনঘোষণা সম্ভবত আগামীকাল
গত এপ্রিলে পিছিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষা
নীরজ পাণ্ডে, নয়াদিল্লি : সিবিএসই-র দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ সম্ভবত ঘোষণা হতে চলেছে আগামীকাল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল মঙ্গলবার সাংবাদিক সম্মেলন আয়োজন করে সিবিএসই-র দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ, সময়সূচি ঘোষণা করতে চলেছে বলেই সূত্রের খবর। করোনা ভাইরাসের মারণ চেহারার জন্য গত এপ্রিলে সিবিএসই দশমের বোর্ড পরীক্ষা বাতিল করে দেয়। পিছিয়ে দেওয়া হয়েছিল দ্বাদশের পরীক্ষা।
গত ২৩ মে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পাশাপাশি হাজির ছিলেন সব রাজ্যের শিক্ষামন্ত্রীরাও। ঘণ্টা ছয়েকের যে বৈঠকে কেন্দ্রের কাছে দ্বাদশের পরীক্ষা বাতিল না করারই প্রস্তাব রেখেছিলেন সব রাজ্যের শিক্ষামন্ত্রীরা। যে বৈঠকের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল বলেছিলেন সিবিএসই-র সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সিবিএসই-র পক্ষ থেকে ইতিমধ্যে দুটি বিকল্পের কথা বলা হয়েছে। প্রথমত, শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলিরই পরীক্ষা নেওয়া হবে। কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্ষেত্রে আগের ফলাফল অনুযায়ী নম্বর দেওয়া হবে। পরীক্ষা নেওয়া হবে নির্দিষ্ট সেন্টারেই। সেক্ষেত্রে অগাস্টে ১ থেকে ২০ তারিখের মধ্যে পরীক্ষা নেওয়া যেতে পারে, ফলাফল সেক্ষেত্রে প্রকাশ হবে ২০ সেপ্টেম্বর।
দ্বিতীয় বিকল্পে বলা হয়েছে, পরীক্ষা হবে হোম সেন্টারে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলির ৯০ মিনিট করে পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি বলা হয়েছে, কোনও পরীক্ষার্থী কোভিডের কারণে যদি পরীক্ষায় বসতে না পারে, সেক্ষেত্রে তাদের দ্বিতীয় সুযোগ দেওয়া হবে।
ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নেওয়ার কথা। সিবিএসই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যেমন বিকল্পের খোঁজ কেন্দ্রীয় সরকারকে দিয়েছে, কার্যত সেরকমই ব্যবস্থাপনা করা হয়েছে রাজ্য বোর্ডের ক্ষেত্রে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে পরীক্ষা, বাকি বিষয়গুলোর ক্ষেত্রে আগের ফলাফলের ভিত্তিতে নম্বর। তিন ঘণ্টার বদলে দেড় ঘণ্টার পরীক্ষা, হোম সেন্টারে পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার মতো একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমান করোনা পরিস্থিতিতে পরীক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার স্বার্থের কথা মাথায় রেখে।
Education Loan Information:
Calculate Education Loan EMI