CBSE Registration 2021-22: নবম-একাদশে পড়ুয়াদের রেজিস্ট্রেশনের দিনক্ষণ জানাল সিবিএসই, রইল বিস্তারিত
CBSE Update : সিবিএসই-র পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, আগামী বুধবার ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে নবম ও একাদশের পড়ুয়াদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া।
নয়াদিল্লি : ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য নবম (IX) ও একাদশ (XI) শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশনের (Students Registration) দিনক্ষণ ঘোষণা করল সিবিএসই (CBSE)। পড়ুয়াদের ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এর ভিত্তিতেই পরের বছরের জন্য দশম ও দ্বাদশের পরীক্ষার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে নির্দিষ্ট বোর্ড। সিবিএসই-র পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, আগামী বুধবার ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে নবম ও একাদশের পড়ুয়াদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। যা করতে হবে সিবিএসই-র ওয়েবসাইটে গিয়ে। (ক্লিক করুন-CBSE ওয়েবসাইট)
Registration of students for classes IX and X for session 2021-22 to begin from December 15, 2021 (Wednesday). Registration link to be made available on CBSE website. pic.twitter.com/9SWppEq5FI
— ANI (@ANI) December 8, 2021
শিক্ষাবর্ষ চালু হওয়ার পর ধীরে ধীরে পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুলে ফিরেছে পড়ুয়ারা। করোনা আবহের জেরে মাঝে প্রায় দু'বছর বন্ধ ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন স্তরে পড়াশোনা অনলাইনে হওয়ার পাশাপাশি দশম বা দ্বাদশের পরীক্ষা বাতিলও করা হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে ক্রমশ ছন্দে ফিরছে পড়াশোনা। যদিও সব মহলেরই নজর করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের (Omicron) দিকেও রয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার বিষয় প্রকাশ করে। দশম শ্রেণির জন্য ৭৫টি এবং দ্বাদশ শ্রেণির জন্য ১১৪টি বিষয় নির্ধারিত করা হয়েছে তাদের পক্ষ থেকে। পাশাপাশি তারা এটাও ঘোষণা করেছে যে, এই সংখ্যক বিষয় নিয়ে যদি পরীক্ষা হয়, তাহলে ৪৫ থেকে ৫০ দিন সময় লাগবে পরীক্ষা নিতে। তাই সিবিএসই তাদের অন্তর্ভুক্ত দেশের এবং বিদেশের স্কুলগুলিকে এই ডেটা শিট পাঠিয়েছে পরীক্ষার দিন ঠিক করে নেওয়ার জন্য।
এদিকে, মাঝে পিছিয়ে ISC-র প্রথম সিমেস্টারের অঙ্ক পরীক্ষা। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ওই পরীক্ষা প্রথমে হওয়ার কথা ছিল আগামী ২৯ নভেম্বর, সোমবার। এক বিজ্ঞপ্তিতে কাউন্সিল ফর দ্য সার্টিফিকেট এক্সামিনেশন (Council For The Indian School Certificate Examinations) বা CISCE-র পক্ষ থেকে জানানো হয়েছে, ISC-র ওই পরীক্ষা হবে আগামী ১২ ডিসেম্বর দুপুর ২টোয়।
আরও পড়ুন- দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বিষয় প্রকাশ করল সিবিএসই
Education Loan Information:
Calculate Education Loan EMI