CMOH Kalyanpur Recruitment 2021: কল্যাণপুরে CMOH অফিসে মেডিক্যাল টেকনোলজিস্ট ও সিসি টেকনিশিয়ান নিয়োগ
কল্যাণপুরে CMOH অফিসে মেডিক্যাল টেকনোলজিস্ট ও সিসি টেকনিশিয়ান নিয়োগ করা হবে। দুই পদের জন্য নেওয়া হবে ৮জনকে। ২ মাসের চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।
আসানসোল : কল্যাণপুরে CMOH অফিসে মেডিক্যাল টেকনোলজিস্ট ও সিসি টেকনিশিয়ান নিয়োগ করা হবে। দুই পদের জন্য নেওয়া হবে ৮জনকে। ২ মাসের চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।
কোন পদে কতজন লাগবে ?
মেডিক্যাল টেকনোলজিস্ট পদে চারজনকে নেওয়া হবে। সিসি টেকনিশিয়ান পদেও নেওয়া হবে ৪ জনকে। সব মিলিয়ে ২ মাসের চুক্তির ভিত্তিতে কল্যাণপুর স্যাটেলাইট টাউন আসানসোলে ৮ জনকে নিয়োগ করা হবে। কোভিড১৯ সম্পর্কিত কাজের জন্য এই দুই পদে নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা
মেডিক্যাল টেকনোলজিস্ট পদে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হওয়াটা বাধ্যতামূলক। কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আবেদনকারীকে। উচ্চমাধ্যমিকে চাকরিপ্রার্থীর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্ট থাকতে হবে। আবেদনকারীকে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমাধারী হতে হবে। আবেদনকারীকে মাইক্রোসফট অফিস কম্পিউটার নলেজের সঙ্গে ইন্টারনেট সার্ফিং জানাটা আবশ্যিক।
১ ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান পদে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে উত্তীর্ণ হতে হবে।
২ স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি থেকে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা থাকতে হবে আবেদনকারীর। এছাড়াও কোনও স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে স্নাতকরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বেতন কাঠামো- মেডিক্যাল টেকনোলজিস্ট ও সিসি টেকনিশিয়ান দুই পদের জন্যই ১৭,২২০ টাকা বেতন ধার্য করা হয়েছে। দুই মাসের চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। ন্যাশনাল হেলথ মিশনের গাইডলাইন মেনে সব নিয়োগ করা হবে।
বয়সসীমা- দুই পদের ক্ষেত্রেই আবেদনকারীদের বয়স ৪০-এর বেশি হলে হবে না। সরকারি নিয়ম অনুসারে এসসি, এসটি ও ওবিসিদের জন্য বয়সের ক্ষেত্রে কিছু শিথিলতা রয়েছে।
ইন্টারভিউয়ের তারিখ ও স্থান
আবেদনকারীদের আগামী ২০ মে আসানসোলের কল্যাণপুরের স্যাটেলাইট টাউনশিপে সিএমওএইচ অফিসে ইন্টারভিউয়ের জন্য আসতে হবে। এই বাবদ তাদের কোনও ট্রাভেল অ্যালাউয়েন্স দেওয়া হবে না। সবাইকে ফর্ম ফিলআপ করে সেল্ফ অ্যাটেসটেড করতে সব প্রামাণ্য নথিতে। সকাল ১১টায় রাখা হয়েছে ইন্টারভিউয়ের সময়।
Education Loan Information:
Calculate Education Loan EMI