CRPF Recruitment: প্রকাশিত হয়েছে SSC CAPF GD কনস্টেবল পদে নিয়োগের ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিক্যাল টেস্টের দিনক্ষণ
CRPF Recruitment: বাছাই হওয়া প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা ১৭ জুলাই থেকে শুরু হতে পারে বলে জানা গিয়েছে অফিশিয়াল নোটিফিকেশন থেকে।
CRPF Recruitment: সম্প্রতি SSC CAPF GD কনস্টেবল পদে নিয়োগের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন ও ডিটেইলড মেডিক্যাল টেস্টের দিনক্ষণ প্রকাশ করেছে। এর মাধ্যমে CAPFs, SSF, Rifleman (GD)- অসম রাইফেলসে এবং NCB- তে সিপাইদের নিয়োগ করা হবে। আপাতত একটি টেনটেটিভ অর্থাৎ অস্থায়ী শিডিউল বা দিনক্ষণ প্রকাশ করা হয়েছে। ১৭ জুলাই থেকে DV/DME অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ডিটেইলড মেডিক্যাল এক্সামিনেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর জন্য ই-অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে rect.crpf.gov.in- এই ওয়েবসাইটে। CT (GD) Exam 2022- এর ক্ষেত্রে নির্বাচিত বা বাছাই হওয়া প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা ১৭ জুলাই থেকে শুরু হতে পারে বলে জানা গিয়েছে অফিশিয়াল নোটিফিকেশন থেকে।
কত প্রার্থী নির্বাচিত হয়েছেন
জানা গিয়েছে, মোট ১,৪৬,২৯২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাঁদের শর্টলিস্ট করা হয়েছে Document Verification এবং Detailed Medical Examination- এর জন্য। এর মধ্যে রয়েছেন ১৪,৪৪৪ জন মহিলা এবং ১,৩১,৮৪৮ জন পুরুষ। PET/ PST অর্থাৎ ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য এই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।
SSC CAPF GD কনস্টেবল অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের জেনারেল ডিউটি কনস্টেবলের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্টের জন্য ই-অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে, জেনে নেওয়া যাক পদ্ধতি।
- প্রথমে সিআরপিএফের অফিশিয়াল ওয়েবসাইট rect.crpf.gov.in- এ যেতে হবে।
- হোমপেজে থাকা অ্যাডমিট কার্ডে লিঙ্কে ক্লিক করতে হবে পরের ধাপে।
- এখানে DV/DME of CT (GD) Exam-2022 অপশন বেছে নেওয়া প্রয়োজন।
- এবার আপনার লগ-ইন ডিটেলস দিয়ে লগ-ইন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- এবার ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ডিটেইলড মেডিক্যাল এক্সামিনেশনের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
- নিজের কাছে এই অ্যাডমিট কার্ডের একটি প্রিন্ট রেখে দেওয়া প্রয়োজন।
SSC Recruitment 2023: সরকারি চাকরি পাওয়ার দারুণ সুযোগ। স্টাফ সিলেকশন কমিশনের (Staff Selection Commission) নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৩ সালের নিয়োগ সংক্রান্ত এই নোটিফিকেশনে বলা হয়েছে স্টাফ সিলেকশনের মাধ্যমে এমটিএস (নন টেকনিক্যাল) এবং হাবিলদার পদে নিয়োগ করা হবে। মোট ১৫৫৮টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ১১৯৮টি শূন্যপদ রয়েছে এমটিএস বা মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফের জন্য। অন্যদিকে ৩৬০টি শূন্যপদ রয়েছে হাবিলদারদের জন্য। এসএসসি- র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ২১ জুলাই আবেদন জমা দেওয়ার শেষ তারিখ। তবে অনলাইন ফি জমা দেওয়া যাবে ২২ জুলাই পর্যন্ত।
Education Loan Information:
Calculate Education Loan EMI