CRPF থেকে স্টেট ব্যাঙ্কে কাজ, চলতি সপ্তাহে এই চাকরিগুলিতে আবেদনর দিন
Job Update: সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করলে চলতি সপ্তাহ হতে পারে দারুণ সময়। CRPF থেকে SBI-এ চাকরির আবেদনের সময় রয়েছে এরই মধ্যে।
Job Update: সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করলে চলতি সপ্তাহ হতে পারে দারুণ সময়। CRPF থেকে SBI-এ চাকরির আবেদনের সময় রয়েছে এরই মধ্যে।
TSPSC RECRUITMENT 2022
তেলেঙ্গানা স্টেট পাবলিক সার্ভিস কমিশন (টিএসপিএসসি), হায়দ্রাবাদ কৃষি ও সহযোগিতা বিভাগে কৃষি অফিসারের 148 টি পদের জন্য আবেদন জানিয়েছে। প্রার্থীরা TSPSC এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত রাখা হয়েছে। কম্পিউটার ভিত্তিক নিয়োগ পরীক্ষা (সিবিআরটি)অথবা অবজেক্টিভ-টাইপের অফলাইন ওএমআর ভিত্তিক পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে। বেতন প্রতি মাসে 1,27,310 টাকা পর্যন্ত। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন অফিশিয়াল সাইটে।
CRPF RECRUITMENT 2022
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) সহকারি সাব ইন্সপেক্টর (স্টেনো) ও হেড কনস্টেবল (মন্ত্রক) এর 1458 টি শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করেছে । প্রার্থীরা 25 জানুয়ারির মধ্যে CRPF-এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে প্রার্থীদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে ও 12 র্লাস পাস হতে হবে। এই চাকরির ক্ষেত্রে শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) ও শারীরিক পরিমাপ পরীক্ষা ( PMT), লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট (স্টেনোর জন্য), নথি যাচাইকরণ ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে হবে নির্বাচন।
OSSC RECRUITMENT 2022
ওড়িশা স্টাফ সিলেকশন কমিশন (ওএসএসসি) ওড়িশা সরকারের আবাসন ও নগর উন্নয়ন বিভাগের অধীনে হিসাবরক্ষক পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে। মোট শূন্যপদের সংখ্যা ৬৫টি। প্রার্থীরা OSSC-এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 25 জানুয়ারি, 2023। প্রার্থীদের বয়স 21 থেকে 38 বছরের মধ্যে হতে হবে ও যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এই ক্ষেত্র প্রার্থী নির্বাচন একটি প্রিলি ও মেনস পরীক্ষার ভিত্তিতে করা হবে। পদটির বেতন প্রতি মাসে 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে হবে।
SBI RECRUITMENT 2022
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) চুক্তিভিত্তিক কালেকশন ফ্যাসিলিটেটরদের 1438 টি পদের জন্য আবেদন আমন্ত্রণ জানিয়েছে। আবেদনগুলি SBI-এর অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনে জমা দেওয়া যেতে পারে। আবেদন করার শেষ তারিখ 10 জানুয়ারি। প্রার্থীদের অবশ্যই SBI-এর একজন অবসরপ্রাপ্ত অফিসার হতে হবে বা SBI-এর সহযোগী ব্যাঙ্কগুলিতে 60 বছর চাকরির পর এরা আবেদনের যোগ্য হবেন। আবেদনের ঊর্ধ্ব সীমা হল 65 বছর। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে 25,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে বেতন পেতে পারেন।
আরও পড়ুন : Holidays In 2023: চলতি বছরে হারাবেন এই ছুটিগুলি, কারণ কী জানেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI