CTET Result 2024: কেন্দ্রের টেটের ফল প্রকাশিত, কীভাবে দেখবেন ? চ্যালেঞ্জ করা যাবে ?
CTET 2024 See Result and Challenge Process If Any: কেন্দ্রের টেটের ফল প্রকাশিত হল। কীভাবে রেজাল্ট দেখবেন। চ্যালেঞ্জের সুযোগ কি রয়েছে?
কলকাতা: বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। একই দিনে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট/সিটিইটি) ২০২৪ পরীক্ষার ফলপ্রকাশ করল বোর্ড। সিটিইটি-এর অফিসিয়াল সাইটে গেলে স্কোরকার্ড ডাউনলোড করা যাবে। ২০২৪ সালে দেশের ১৩০ টি শহরের ৩১০০ কেন্দ্রে এই পরীক্ষা হয়। কম বেশি ২৬ লক্ষ চাকুরি প্রার্থী এইবারের পরীক্ষায় বসেন। এর মধ্যে প্রথম পত্রের পরীক্ষা দেন কমবেশি ১০ লক্ষ। পেপার ওয়ানের এই পরীক্ষা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের পড়াবেন এমন পরীক্ষার্থীদের জন্য। দ্বিতীয় পত্রের পরীক্ষা দেন ১৭ লক্ষ পরীক্ষার্থী। পেপার টু-এর এই পরীক্ষা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পড়াবেন এমন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত।
কীভাবে দেখা যাবে রেজাল্ট (How to check CTET Result 2024)
- প্রথমে সিটেটের অফিসিয়াল সাইটে যেতে হবে।
- সেখানে স্ক্রোল করে সিটেট জানুয়ারি রেজাল্ট ২০২৪ অপশনটি পাওয়া যাবে।
- এতে ক্লিক করতে হবে।
- এর পর একটি নতুন উইন্ডো খুলে যাবে।
- সেখানে রোল নম্বর দিয়ে সাবমিট করতে হবে।
- সাবমিট করলে রেজাল্ট পিডিএফ দেখা যাবে।
- এর একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে।
পরীক্ষায় পাশ করার ন্যূনতম মার্কস
অসংরক্ষিত শ্রেণিভুক্তদের ৬০ শতাংশ নম্বর পেতে হবে। অন্যদিকে এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। স্কোরকার্ডের সঙ্গে বোর্ডের তরফে এলিজিবিলিটি সার্টিফিকেট দেওয়া হবে। সিটেট-এর পরীক্ষায় নির্দিষ্ট কাট-অফ-এর বেশি পেলে সেই সার্টিফিকেট দেওয়া হবে। মার্কশিট ও সার্টিফিকেটে ডিজিটাল সাইন থাকবে বলে জানিয়েছে বোর্ড। আইটি অ্যাক্টের অধীনে সেই ডিজিটাল সাইনকেই আইনিভাবে অনুমোদিত বলে গণ্য করা হবে।
রেজাল্টের রিএভ্যালুয়েশন
সিটেট-এ প্রাপ্ত রেজাল্টর রিএভ্যালুয়েশন করা হবে না বলে জানিয়েছে বোর্ড। এমনকি রিচেকও করা হবে না। এর আগে ৭ ফেব্রুয়ারি একটি নোটিশ দেয় বোর্ড। সেখানে অ্যানসার কি চ্যালেঞ্জের সুযোগ দেওয়া হয় পরীক্ষার্থীদের।
গত বছরেই শুরু আবেদন
২০২৪ সালের সিটেট পরীক্ষার আবেদন গত বছর শুরু হয়েছিল। ৩ নভেম্বর এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। ২৩ নভেম্বর আবেদন প্রক্রিয়া শেষ করা হয়। আবেদনের খরচও উক্ত দিনের মধ্যে জমা করতে হয়েছিল পরীক্ষার্থীদের। এর পর চলতি বছর ২১ জানুয়ারি এই পরীক্ষা নেওয়া হয়। সব মিলিয়ে মোট ২০টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছিল।
আরও পড়ুন - Higher Secondary Examination 2024: ২০২৫ থেকে উচ্চমাধ্যমিকের অ্যাডমিটে বড় বদল, কী জানালেন সংসদ সভাপতি
Education Loan Information:
Calculate Education Loan EMI