![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
School Close: হাড় কাঁপানো ঠান্ডায় আপাতত বন্ধ বিশেষ ক্লাস, পড়ুয়াদের জন্য জারি নির্দেশিকা
Delhi School Close: গত দুবছরের নিরিখে সর্বনিম্ন তাপমাত্রা দিল্লিতে। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১.৯ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় দিল্লি ডিরেক্টরেট অব এডুকেশনের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়।
![School Close: হাড় কাঁপানো ঠান্ডায় আপাতত বন্ধ বিশেষ ক্লাস, পড়ুয়াদের জন্য জারি নির্দেশিকা Delhi schools closed for all due to extreme cold: 5 points for students, parents School Close: হাড় কাঁপানো ঠান্ডায় আপাতত বন্ধ বিশেষ ক্লাস, পড়ুয়াদের জন্য জারি নির্দেশিকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/09/ba4f034bcc59017cd778b2b9651a2ae2167325046984951_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দিল্লিতে (Delhi) হাড় কাঁপানো ঠান্ডা। উত্তর ভারতের (North India) একাধিক এলাকা সহ রাজধানীতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। এই অবস্থায় পড়ুয়াদের জন্য নয়া নির্দেশিকা জারি করল দিল্লি সরকার। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিশেষ ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত সরকারের তরফে। গতকাল, রবিবার দিল্লি ডিরেক্টরেট অব এডুকেশনের (Directorate of Education, Govt of Delhi) তরফে একটি নির্দেশিকা জারি করা হয়।
Directorate of Education, Govt of Delhi suspends remedial classes during winter break/vacation for students of classes 9 & 12 in all govt schools with immediate effect. Practical Exam/Project Assessment/Internal Assessment for classes 10 & 12 will contimnue as per schedule. pic.twitter.com/QCxdlQGa0X
— ANI (@ANI) January 8, 2023
স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত: গত দুবছরের নিরিখে সর্বনিম্ন তাপমাত্রা দিল্লিতে। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১.৯ ডিগ্রি সেলসিয়াস। নির্দেশিকায় দিল্লি ডিরেক্টরেট অব এডুকেশন জানিয়েছেন, শীতের ছুটিতে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিশেষ ক্লাস বন্ধ রাখা হচ্ছে। তবে দশম এবং দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষা সূচি অনুযায়ী হবে বলে জানানো হয়েছে। শৈত্যপ্রবাহের জেরে দিল্লির সরকারি এবং বেসরকারি স্কুলের ছুটি বাড়ানো হয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত।
নির্দেশিকায় কী জানানো হয়েছে?
- দিল্লি ডিরেক্টরেট অব এডুকেশন জানিয়েছেন, বিশেষ ক্লাস সহ আপাতত সব ক্লাস বন্ধ রাখা হয়েছে। তবে দশম এবং দ্বাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষা সময়সূচি মেনেই হবে।
- এর আগে শীতের ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয় দিল্লি ডিরেক্টরেট অব এডুকেশনের আওতাধীন সব স্কুলের শীতকালীন ছুটি বাড়িয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত করা হল।
ছুটি ঘোষণার সিদ্ধান্ত একাধিক রাজ্যের: শৈত্যপ্রবাহের পরিস্থিতিতে একাধিক রাজ্য স্কুল ছুটি ঘোষণা করেছে। অষ্টম শ্রেণি পর্যন্ত লখনউয়ের স্কুলগুলি পঠনপাঠন বন্ধ রাখছে। ১৪ জানুয়ারি পর্যন্ত জারি এই নির্দেশিকা। তবে রাজ্য সরকার জানিয়েছে, পড়ুয়াদের স্বার্থে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অনলাইন ক্লাস চলবে। একইসঙ্গে বিহার এবং ঝাড়খন্ড সরকারও স্কুল ছুটির কথা ঘোষণা করেছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)