WB Madhyamik Exam 2023: মাধ্যমিকে শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে ? পরীক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক কাউন্সেলিং
Madhyamik Exam Preparation : বিভিন্ন বিষয়ের ১৫ জন বিশেষজ্ঞ শিক্ষক-শিক্ষিকা শতাধিক মাধ্যমিক পরীক্ষার্থীর সাতটি বিষয়ে কাউন্সেলিং করেন।
![WB Madhyamik Exam 2023: মাধ্যমিকে শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে ? পরীক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক কাউন্সেলিং WB Madhyamik Exam 2023: Subject-wise counselling held at Hindu School over overall preparation WB Madhyamik Exam 2023: মাধ্যমিকে শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে ? পরীক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক কাউন্সেলিং](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/08/c0c7550ee3441e4e4099393113783a9b1673174383766170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক (Madhyamik Exam)। এনিয়ে চিন্তার শেষ থাকে না পরীক্ষার্থীদের। কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত, কোন ধরনের প্রশ্নের আগে উত্তর লেখা উচিত...নানা বিষয়ে মনে একরাশ প্রশ্ন থাকে। পরীক্ষার্থীদের সামগ্রিক সেই সমস্যা নিয়ে আজ হিন্দু স্কুলে (Hindu School) অনুষ্ঠিত হল কাউন্সেলিং (Counselling)। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির পরিচালনায় সরকারি বিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের উপর কাউন্সেলিং হল। বিভিন্ন বিষয়ের ১৫ জন বিশেষজ্ঞ শিক্ষক-শিক্ষিকা শতাধিক মাধ্যমিক পরীক্ষার্থীর সাতটি বিষয়ে কাউন্সেলিং করেন।
কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয় ?
বিশেষজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা যেসব বিষয় নিয়ে আলোচনা করেন সেগুলি হল...
- মাধ্যমিকের প্রতিটি বিষয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে নিতে হবে।
- পরীক্ষা হলে প্রশ্ন নির্বাচনের সময় পরীক্ষার্থীদের কী কী সর্তকতা গ্রহণ করতে হবে।
- কোন ধরনের প্রশ্নের উত্তর আগে লিখতে হবে।
- কোন ধরনের প্রশ্নের উত্তর লেখার জন্য কতটা সময় ব্যয় করা উচিত।
- পরীক্ষা হলের সামগ্রিক টাইম ম্যানেজমেন্ট কীভাবে করা হবে।
- প্রতিটি বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর কীভাবে লিখলে পরীক্ষার্থীরা সম্পূর্ণ নম্বর পাবে।
- পরীক্ষার খাতায় একই বিভাগের প্রশ্ন ঠিক কোন পদ্ধতি অনুসরণ করে লিখতে হবে।
- একটি প্রশ্নের উত্তর লেখা শেষ হলে এন্ড লাইন কেন টানতে হবে।
- ছবি আঁকার প্রশ্নে কী ধরনের সর্তকতা অবলম্বন করতে হবে।
- প্রতিটি বিষয়ের খাতার সামগ্রিক উপস্থাপনা কেমন হবে ?
সারাদিনব্যাপী অনুষ্ঠিত এই বিষয়ভিত্তিক কাউন্সেলিং-এর সূচনা করেন হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুভ্ৰজিৎ দত্ত। তিনি বলেন, করোনা অতিমারীর আশঙ্কা অতিক্রম করে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে। সামগ্রিকভাবে পারিপার্শ্বিক পরিস্থিতি মাধ্যমিক পরীক্ষার্থীদের উপর যে প্রবল চাপ তৈরি করে তার থেকে বেরিয়ে আসার জন্য এই ধরনের কাউন্সেলিং অত্যন্ত সময়োপযোগী।
পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, পশ্চিমবঙ্গের মধ্যে সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতিই একমাত্র সংগঠন যারা ২০১৭ সাল থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়মিতভাবেই বিষয়ভিত্তিক কাউন্সেলিং আয়োজনের কর্মসূচি গ্রহণ করে চলেছে। করোনা অতিমারী পরিস্থিতির কারণে সরকার নির্দেশিত গাইড লাইন মেনে এই বছর অনেক দেরি করে স্বল্প সংখ্যক পরীক্ষার্থীকে নিয়ে অফলাইন মাধ্যমে আজ বিষয়ভিত্তিক কাউন্সেলিং আয়োজন করা হয়েছে।
রাজ্যের সরকারি বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা আজ অফলাইন কাউন্সেলিংয়ে সরাসরি উপস্থিত হতে পারেননি, তাঁরাও তাঁদের অঞ্চলের বিভিন্ন সরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত প্রশ্নের উত্তর এবং কাউন্সেলিং সংক্রান্ত বিভিন্ন বিষয় ভিডিও করে পাঠিয়েছেন। আজ অফলাইন কাউন্সেলিং-এর রেকর্ড এবং দূরবর্তী বিভিন্ন জেলা থেকে আসা ভিডিওগুলি নিয়ে একত্রে একটি ডিজিটাল উপস্থাপনা তৈরি করা হয়েছে। যা মাধ্যমিক পরীক্ষার্থীদের দিকে তাকিয়ে আগামী ১৬ জানুয়ারি ২০২৩ থেকে ওপিনিয়নস টাইমস ডিজিটাল নিউজের মাধ্যমে প্রচার করার উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি। এর পাশাপাশি রাজ্যের যে কোনও মাধ্যমিক পরীক্ষার্থী চাইলে আজকের বিষয়ভিত্তিক কাউন্সেলিং-এর আলোচনার সারমর্ম তার কাছে পাঠানোর উদ্যোগও গ্রহণ করেছে সমিতি।
প্রসঙ্গত, ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে ৪ মার্চ পর্যন্ত।
আরও পড়ুন ; পরের বছর মাধ্যমিক পরীক্ষা কবে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)