Data Entry Operator Recruitment : রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটরের পদ খালি, জেনে নিন আবেদনের যোগ্যতা
District Health & Family Welfare Recruitment: এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। সঙ্গে এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে চাকরিপ্রার্থীর।
কলকাতা: রাজ্যে ডিস্ট্রিক্ট হেলথ ও ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়িতে ডেটা এন্ট্রি অপারটের ও কো-অর্ডিনেটর পদে নিয়োগ হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে ২১ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। চুক্তির ভিত্তিতেই হবে এই নিয়োগ।
CO-ORDINATOR – 03 Post
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা, হেলথ কেয়ার ম্যানেজমেন্টে ডিগ্রি অথবা হসপিটাল ম্যানেজমেন্টের শংসাপত্র থাকতে হবে। সঙ্গে কম্পিউটার জ্ঞান ও এমএস অফিস জানতে হবে চাকরিপ্রার্থীকে।
অভিজ্ঞতা: চাকরিপ্রার্থীর এই পদে আবেদনের জন্য কমপক্ষে ২ বছরের যোগ্যতা থাকাটা বাধ্যতামূলক। সেই ক্ষেত্রে তাঁর সরকারি ও অথবা বেসরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
DATA ENTRY OPERATOR: 01 Post
শিক্ষাগত যোগ্যতা : এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। সঙ্গে এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে চাকরিপ্রার্থীর। এ ছাড়াও চাকরিপ্রার্থীর এমএস অফিস ইন্টারনেট ও ইমেল পাঠানোর বিষয়ে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীর সরকারি সেক্টরে ৩ বছরের অভিজ্ঞতা ও বেসরকারি ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। জলপাইগুড়ি জেলায় চুক্তির ভিত্তিতে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
কীভাবে আবেদন করবেন ?
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের District Health & Family Welfare Samiti Jalpaiguri-র অফিশিয়াল ওয়েবসাইট- https://www.jalpaigurihealth.com-এ আবেদনপত্র পাঠাতে হবে। ১৫ থেকে ২১ নভেম্বর পর্যন্ত নেওয়া হবে এই আবেদনপত্র। একবার আবেদনপত্র জমা হলে সিস্টেম জেনারেটেড স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখতে পরাবেন প্রার্থী। সেই স্লিপের প্রিন্টআউট নিজের কাছে প্রামাণ্য নথি হিসাবে রাখতে হবে।
Official website of District Health & Family Welfare Samiti Jalpaiguri — https://www.jalpaigurihealth.com
আরও পড়ুন : Kolkata Port Trust-এ নিয়োগের বিজ্ঞপ্তি, এই যোগ্যতা থাকলেই করতে পারবেন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI