Internship: রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থায় শিক্ষানবিশির সুযোগ, স্নাতক পাশেই করা যাবে আবেদন; কী কী সুবিধে মিলবে ?
DRDO Internship 2025: প্রার্থীদের অবশ্যই AICTE বা UGC দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠানগুলিতে পূর্ণ সময়ের স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীদের বয়স ২০ জুলাই-এর মধ্যে ২৫ বছর হতে হবে।

DRDO Internship: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্থার অধীনস্থ দ্য নাভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরিতে ৬ মাসের জন্য শিক্ষানবিশির সুযোগ রয়েছে, বিজ্ঞপ্তি জারি করেছে এই সংস্থা। এই ইন্টার্নশিপ সম্পূর্ণরূপে একটি পেইড ইন্টার্নশিপ। অর্থাৎ এতে মাসিক বৃত্তি মিলবে নির্দিষ্ট হারে। বিই বা বি-টেক স্ট্রিমের (DRDO Internship 2025) চূড়ান্ত বর্ষের ছাত্র-ছাত্রীরা এই শিক্ষানবিশির সুযোগ পাবেন। অন্যদিকে মাস্টার্স অফ সায়েন্স ছাত্র-ছাত্রীদের জন্য দ্বিতীয় বর্ষে উত্তীর্ণরা এই শিক্ষানবিশির সুযোগ পাবেন। এই শিক্ষানবিশির জন্য আবেদনের শেষ দিন রয়েছে ২০ জুলাই পর্যন্ত।
এই শিক্ষানবিশিতে নির্বাচিত প্রার্থীরা ৫ হাজার টাকা করে মাসিক বৃত্তি পাবেন। ১ অগাস্ট ২০২৫ থেকে বিশাখাপত্তনমে এই শিক্ষানবিশি (DRDO Internship 2025) শুরু হতে চলেছে। আর এই ডিআরডিও ইন্টার্নশিপ দুটি কিস্তিতে (DRDO Internship 2025) দেওয়া হবে ভাগ করে। সম্পূর্ণ ইন্টার্নশিপ টার্ম শেষ হলে সফল প্রার্থীদের একটি কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হবে। এমনকী প্রজেক্ট ওয়ার্কের মূল্যায়নও সঙ্গে দেওয়া হবে প্রার্থীদের।
কত শূন্যপদ রয়েছে
একেকটি স্ট্রিমের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে এই সংস্থায় শিক্ষানবিশির ক্ষেত্রে।
ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল/এমবেডেড সিস্টেম/ভিএলএসআই প্রকৌশল/ইলেকট্রনিক্স ও যন্ত্রপ্রণালীর জন্য শূন্যপদ রয়েছে – ৫৮টি
ইঞ্জিনিয়ারিং- যান্ত্রিক/রাসায়নিক/মহাকাশ/উৎপাদন/উপাদান/উপাদান/নিরাপত্তা/যন্ত্রপ্রণালী/ধাতুবিদ্যা/সিরামিক – ৭৫টি
পদার্থবিদ্যা/রসায়ন/গণিত এবং সহযোগী বিজ্ঞান — ৮টি
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই, এআই, সাইবার নিরাপত্তা, এবং সহযোগী) — ২৪টি
মোট – ১৬৫টি
কারা করতে পারবেন আবেদন
প্রার্থীদের অবশ্যই AICTE বা UGC দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠানগুলিতে (DRDO Internship 2025) পূর্ণ সময়ের স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে নথিভুক্ত থাকতে হবে। তবে প্রার্থীদের বয়স ২০ জুলাই ২০২৫-এর মধ্যে ২৫ বছর হতে হবে। এর বেশি বয়সীরা আবেদন করতে পারবেন না।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
প্রার্থীদের নির্বাচন করা হবে সম্পূর্ণরূপে যোগ্যতার ভিত্তিতে। তারপর অনলাইন বা অফলাইনে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হতে পারে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের ইমেলের মাধ্যমে জানানো হবে। নির্বাচিত ইন্টার্নদের যোগদানের সময় পুলিশ ভেরিফিকেশন, কলেজ থেকে নো অবজেকশন সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় নথি জমা করতে হবে।
এই শিক্ষানবিশির আবেদনের জন্য অফলাইনে ডাকযোগে আবেদন পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আর সমস্ত নথিসহ আবেদনপত্রের স্ক্যানড কপি ইমেলে পাঠাতে হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI























