Jobs In West Bengal : দমদম সংশোধনাগারে মেডিক্যাল অফিসার-মনোবিদ নিয়োগ
দমদম সেন্ট্রাল কারেকশনাল হোমে মেডিক্যাল অফিসার, ফার্মাসিস্ট ও মনোবিদ নিয়োগ করবে রাজ্য সরকার। চাকরিপ্রার্থীদের আবেদনের শেষ তারিখ ১২ জুন ২০২১। সব মিলিয়ে ৬টি পদে হবে নিয়োগ।
কলকাতা : দমদম সেন্ট্রাল কারেকশনাল হোমে মেডিক্যাল অফিসার, ফার্মাসিস্ট ও মনোবিদ নিয়োগ করবে রাজ্য সরকার। চাকরিপ্রার্থীদের আবেদনের শেষ তারিখ ১২ জুন ২০২১। সব মিলিয়ে ৬টি পদে হবে নিয়োগ।
পদ ও নিয়োগ
হোলটাইম কনট্র্যাকচুয়াল মেডিক্যাল অফিসার- দমদম সেন্ট্রাল কারেকশনাল হোমে সর্বক্ষণের চুক্তি ভিত্তিতে মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করছে রাজ্য সরকার। এই পদে তিন জন মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে।
মেডিক্যাল অফিসারের বেতন- এই পদে নিযুক্ত হলে ব্যক্তি প্রতি মাসে ৫২,৩৮০ টাকা বেতন পাবেন।
হোলটাইম কনট্র্যাকচুয়াল ফার্মাসিস্ট-এই পদে সর্বক্ষণের চুক্তি ভিত্তিতে ২ জনকে নিয়োগ করবে রাজ্য সরকার। নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।
পার্টটাইম সাইকিয়াট্রিস্ট- দমদম সেন্ট্রাল কারেকশনাল হোমে পার্টটাইম চুক্তির ভিত্তিতে ১জন মনোবিদ নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে প্রতি মাসে মনোবিদদের জন্য ১৮,০০০ টাকা বেতন ধার্য করেছে রাজ্য সরকার। সব মিলিয়ে সংশোধনাগারে ৬ জনের নিয়োগ হতে চলেছে।
বাছাই পর্ব- চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। আগামী ১৫ জুন বেলা ১২টার সময় ইন্টারভিউ নেওয়া হবে আবেদনকারীদের। এ বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের দমদম সেন্ট্রাল কারেকশনাল হোমের অফিশিয়াল সাইটে যোগাযোগ করতে হবে। সেখানেই রিপোর্টিং টাইম ও আরও কিছু জানতে চাইলে তার উত্তর পাওয়া যাবে।
http://wbcorrectionalservices.gov.in
কীভাবে আবেদন করতে হবে ?
এ বিষয়ে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের দমদম সেন্ট্রাল কারেকশনাল হোমে নিজেদের আবেদনপত্র পাঠাতে হবে। ওপরে চাকরির বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞাপনের দিকে চোখ রাখতে হবে। সেখানেই যোগ্যতা, ফর্ম ফিল আপের বিষয়ে দেওয়া রয়েছে।
অফিশিয়াল ওয়েবসাইট অফ দমদম কারেকশনাল হোম - http://wbcorrectionalservices.gov.in
চাকরিপ্রার্থীদের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১২ জুন ২০২১। চাকরিপ্রার্থীরা চাইলে সুপারিনটেন্ডেন্ট দমদম সেন্ট্রাল কারেকশনাল হোমের অফিস থেকে যে কোনও সরকারি কাজের দিনে নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে পারেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI